For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিমাচলে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা! জায়গা পেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী

হিমাচলে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা! জায়গা পেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ততা তুঙ্গে। নির্বাচন কমিশন ১২ নভেম্বর নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে বিজেপির বুধবার ৬২ আসনে প্রার্থী তালিকা ঘোষণার পরে এদিন বাকি ছটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ৬৮ আসনের বিধানসভায় সব প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেলেও, কোথাও জায়গায় পাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেন কুমার ধুমল।

টিকিট পাননি ১১ জন বিধায়, ২ মন্ত্রীর কেন্দ্র পরিবর্তন

টিকিট পাননি ১১ জন বিধায়, ২ মন্ত্রীর কেন্দ্র পরিবর্তন

মঙ্গলবার দিল্লিতে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই করতে বৈঠক করে বিজেপির নেতৃত্ব। তারপরে বুধবার ৬২ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় মন্ত্রী থাকা মহেন্দ্র ঠাকুর-সহ ১১ জন বিধায়ককে বাদ দেওয়া হয়। পাশাপাশি দুই মন্ত্রীর বিধানসভা কেন্দ্রও পরিবর্তন করা হয়। এরপর বৃহস্পতিবার বাকি ৬ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেই দ্বিতীয় তালিকায় দের বিধানসভা থেকে রমেশ ধাওয়ালাকে, জ্বালামুখী বিধানসভা থেকে রবীন্দ্র সিং রবিকে এবং তফশিলি জাতির জন্য সংরক্ষিত রামপুর আসন থেকে কৌল নেগিকে প্রার্থী করা হয়েছে। কুলু বিধানসভা থেকে টিকিট দেওয়া হয়েছে মহেশ্বর সিংকে। বদসার থেকে টিকিট দেওয়া হয়েছে মায়া শর্মাকে।

প্রার্থী তালিকা ঘোষণা হতেই অসন্তোষ

প্রার্থী তালিকা ঘোষণা হতেই অসন্তোষ

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের অভ্যন্তরীণ অসন্তোষ সামনে এসে পড়েছে। বিজেপি হিমাচলে তাদের সরকার ফেরাতে মরিয়া। সেদিকে লক্ষ্য রেখে বর্তমানের অনেক বিধায়ককে তারা টিকিট দেয়নি। এক্ষেত্রে নতুন মুখ আনা হয়েছে। পাশাপাশি কংগ্রেসকে পরিবারবাদী রাজনীতিতে অভিযুক্ত করেও বেশ কিছু ক্ষেত্রে সেই পরিবারবাদকে মেনে নিতে বাধ্য হয়েছে গেরুয়া শিবির। এব্যাপারে উল্লেখযোগ্য আসনটি হল মান্ডি জেলার ধরমপুর আসন। মহেন্দ্র সিং ঠাকুরের জায়গায় তাঁর ছেলে রজত ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি। ১৯৮৯ সাল থেকে মহেন্দ্র সিং ঠাকুর ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন।

টিকিট পাননি অনুরাগ ঠাকুরের বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী ধুমল

টিকিট পাননি অনুরাগ ঠাকুরের বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী ধুমল

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথম তালিকায় ১৯ নতুন মুখ এনেছে। গেরুয়া শিবির উনা থেকে সতপাল সিং সাট্টি সিরাজ থেকে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, মান্ডি (সদর) থেকে অনিল শর্মাকে প্রার্থী করেছে তারা। অনিল শর্মা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের ছেলে।
এবার বিজেপির প্রার্থী তালিকায় উল্লেখগোগ্য গল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমল এবং তাঁর শ্যালক গুলাব সিং-এর টিকিট না পাওয়া। ২০১৭-র বিধানসভা নির্বাচনে এই দুজনই পরাজিত হয়েছিলেন।

হিমাচল প্রদেশের ভোটের সূচি

হিমাচল প্রদেশের ভোটের সূচি

১২ নভেম্বর একটি দফায় হিমাচল প্রদেশের ৬৮ টি আসনের নির্বাচন করা হবে। এই নির্বাচনের জন্য ২৫ অক্টোবর পর্যন্ত মনোনয়ন দাখিলের কাজ চলবে। ভোটগণনা করা হবে ৮ ডিসেম্বর।

বাড়বে জনসংখ্যা, আগামী আড়াই দশকে অসহনীয় হয়ে উঠবে কলকাতা দিল্লির মতো মেগাসিটি বাড়বে জনসংখ্যা, আগামী আড়াই দশকে অসহনীয় হয়ে উঠবে কলকাতা দিল্লির মতো মেগাসিটি

English summary
BJP announces its candidate list for Himachal Pradesh, former CM Dhumal is out of the list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X