For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র কার দখলে ক’টি আসন, টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষায় আভাস

মহারাষ্ট্র বিধানসভায় ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষা এবার এই আভাস দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র বিধানসভায় বিপুল আসনে জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষা আভাস, দুশোর কাছাকাছি আসন পাবে বিজেপি। কংগ্রেস ও এনসিপি জোট করেও এবার ফায়দা তুলতে ব্যর্থ হবে। এই সমীক্ষায় আভাস বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২০০ আসন ছুঁতে পারবে না।

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষার ফল

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষার ফল

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে মহারাষ্ট্র বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ। বিজেপি-শিবসেনা জোট ২০০ আসনের কাছাকাছি পৌঁছে যাবে। এমনই আভাস দিয়েছে এই সমীক্ষা। কংগ্রেস ও এনসিপি জোট গড়েও নির্বাচনে নামলেও কোনও লাভ করতে পারবে না। গতবারের থেকেও কম আসন পাবে তারা।

বিজেপি-শিবসেনা কটি আসন পেতে পারে

বিজেপি-শিবসেনা কটি আসন পেতে পারে

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপিরই জয়জয়কার হবে। বিজেপি ও শিবসেনা জোট পেতে পারে ১৯৭টি আসন। বিজেপির এককভাবে গতবারের থেকে আসন বেশি পেতে চলেছে বলে আভাস এই সমীক্ষায়। শিবসেনার আসন কমে যাবে অপেক্ষাকৃত। তবে সম্মিলিতভাবে তাদের ফল এবার আকাশচুম্বী হতে চলেছে।

কংগ্রেস-এনসিপি জোট, তবু হতাশা

কংগ্রেস-এনসিপি জোট, তবু হতাশা

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস-এনসিপি জোটের ভরাডুবি হবে এই নির্বাচনে। জোট গড়েও এবারও ফায়দা তুলতে পারবে না তারা। এই সমীক্ষা অনুযায়ী কংগ্রেস ও এনসিপি জোট পেতে পারে সাকুল্যে ৭৫টি আসন। অন্যান্যরা এবার ১৬টি আসন পেতে পারে বলে জানিয়েছে এই সমীক্ষা রিপোর্ট।

গতবারের নির্বাচনের ফল

গতবারের নির্বাচনের ফল

মহারাষ্ট্রের ২৮৮ আসনবিশিষ্ট বিধানসভায় ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১২২টি আসন আর শিবসেনা পেয়েছিল ৬৩টি আসন। সেবার জোট হয়নি। পৃথকভাবে লড়াই করেছিল দুই দল। কংগ্রেস ও এনসিপিও পৃথকভাবে লড়াই করেছিল। কংগ্রেস জিতেছিল ৪২টি আসনে আর এনসিপি জয় পায় ৪১টিতে।

English summary
According to TV 9-Cicero exit poll shows BJP will win against Congress in Maharashtra. BJP regains Maharashtra’s power in 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X