For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে গেরুয়া জোটের আসন সমঝোতা চূড়ান্ত! দাবি থেকে সরল শিবসেনা

সমস্ত বিরোধ কাটিয়ে মহারাষ্ট্রে গেরুয়া জোটের লড়াইয়ে সিলমোহর পড়েছিল আগেই। এবার আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দিল বিজেপি ও শিবসেনা।

  • |
Google Oneindia Bengali News

সমস্ত বিরোধ কাটিয়ে মহারাষ্ট্রে গেরুয়া জোটের লড়াইয়ে সিলমোহর পড়েছিল আগেই। এবার আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দিল বিজেপি ও শিবসেনা। ২১ অক্টোবরের নির্বাচনে বিজেপি লড়াই করতে চলেছে ১৫০ টি আসনে। শিবসেনা লড়াই করবে ১২৪ টি আসনে। আর বাকি ১৪ টি আসনে লড়াই করবে, জোটের অন্য দলগুলি। তারা হল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, রাষ্ট্রীয় সমাজ পক্ষ, শিব সংগ্রাম এবং রায়াত ক্রান্তি সংগঠন।

মহারাষ্ট্রে লড়াইয়ে গেরুয়া জোটের আসন সমঝোতা চূড়ান্ত! ১৪ টিতে প্রতিদ্বন্দ্বিতা ছোটদলগুলির

এর আগে বিজেপির তরফে জানানো হয়েছিল তারা ছোটদলগুলিকে ১৮ টি আসন দেবে। পরে তা ১৪ করা হয়। এর মধ্যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ৬ টি, রাষ্ট্রীয় সমাজ পক্ষ ৩টি, শিব সংগ্রাম পার্টি ৩ টি এবং রায়াত ক্রান্তি সংগঠন ৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

২০১৪-র নির্বাচনে ছোট দলগুলির থেকে চাপ ছিল বিজেপির ওপরে। কিন্তু এবছরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। গত ৫ বছরে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে লোকসভা রাজ্যে বিজেপি বড় জয় পেয়েছে। বিজেপির শক্তি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার বিজেপির তরফ থেকে ১২৫ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে হয়েছিল। প্রথম তালিকায় নাম ছিল মুখ্যমন্ত্ী দেবেন্দ্র ফড়নবিশের। তিনি লড়াই করবেন নাগপুর দক্ষিণ পশ্চিম আসন থেকে। ২০১৪-র নির্বাচনেই ফড়নবীশ এই আসন থেকে লড়াই করেছিলেন।

অন্যদিকে মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রকান্ত পাটিল প্রতিদ্বন্দ্বিতা করবেন কোথরুদ থেকে। পঙ্কজ মুণ্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন পারলি থেকে। ছত্রপতি শিবাজির বংশধর শিবেন্দ্র সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতারা আসন থেকে। লোকমান্য তিলকের নাতনি মুক্তা তিলক লড়াই করবেন কসবা পেট থেকে।

অন্যদিকে, শিবসেনার প্রথম তালিকায় রয়েছেন, আদিত্য ঠাকরে। তিনি লড়াই করবেন ওরলি কেন্দ্র থেকে। যা দক্ষিণ মধ্য মুম্বইয়ের অন্তর্গত। শিবসেনা বাকি ৫৩ আসনে শীঘ্রই নাম ঘোষণা করতে চলেছে। কেননা মহারাষ্ট্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৪ অক্টোবর।

এর আগে জানা গিয়েছিল ২৮৮ আসনের মধ্যে বিজেপি কোনওভাবেই শিবসেনাকে ১২০ টির বেশি আসন ছেড়ে দিতে রাজি নয়। অন্যদিকে শিবসেনার দাবি ছিল তারা কোনও ভাবেই ১২৬টির কম আসনে লড়াই করবে না।

English summary
BJP and Shiv Sena in Maharashtra will fight 150 and 124 seats respectively
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X