For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে গেরুয়া জোটে সিলমোহর! ২১ অক্টোবরের লক্ষে যুক্ত আর ৪ দল

মহারাষ্ট্রে গেরুয়া জোট নিয়ে সমস্ত জল্পনার অবসান। বিজেপি ও শিবসেনা, সোমবার জানিয়ে দিয়েছেন তাদের মধ্যে ২১ অক্টোবর নির্বাচনে জোটের কথা।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে গেরুয়া জোট নিয়ে সমস্ত জল্পনার অবসান। বিজেপি ও শিবসেনা, সোমবার জানিয়ে দিয়েছেন তাদের মধ্যে ২১ অক্টোবর নির্বাচনে জোটের কথা। এই জোটের অন্য দলগুলি হল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, রয়ালসীমা পরিরক্ষণা সমিতি, শিব সংগ্রাম এবং রায়াত ক্রান্তি সংগঠন।

মহারাষ্ট্রে গেরুয়া জোটে সিলমোহর! ২১ অক্টোবরের লক্ষে যুক্ত আর ৪ দল

সোমবার এনিয়ে প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়। তাতে সাক্ষর করেন বিজেপির মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল এবং শিবসেনার বর্ষীয়ান নেতা সুভাষ দেশাই। ঘোষণা হলেও, কোন দল কটি আসনে লড়াই করছে সেই তথ্য জানানো হয়নি। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং সেনা সভাপতি উদ্ধব ঠাকরে আসন সংখ্যা নিয়ে পরে বিবৃতি দেবেন।

রবিবারই শিবসেনা তাদের বিধায়কদের হাতে এবি ফর্ম তুলে দিয়েছিল। ২০১৯-এর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে তাদের মনোনয়ন পত্র দাখিল করতেও অনুমতি দিয়েছিল। যা করা হয়েছিল দুদলের জোট ঘোষণার আগেই। পাশাপাশি শিবসেনাক তরফে জানানো হয়েছিল তারা শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের নাতি আদিত্যকে দক্ষিণ মধ্য মুম্বইয়ের ওরলি থেকে প্রার্থী করবে। আর যদি জোট ক্ষমতায় আসে তাহলে আদিত্যকে উপ মুখ্যমন্ত্রীর পদও দেওয়া হবে বলে সূত্রের খবর।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে শনিবার জানিয়েছিলেন, আসন্ন বিধানসভার নির্বাচনে বিজেপির সঙ্গে জোট গড়েই তারা লড়াই করবেন।

এর আগে জানা গিয়েছিল ২৮৮ আসনের মধ্যে বিজেপি কোনওভাবেই শিবসেনাকে ১২০ টির বেশি আসন ছেড়ে দিতে রাজি নয়। অন্যদিকে শিবসেনার দাবি ছিল তারা কোনও ভাবেই ১২৬টির কম আসনে লড়াই করবে না। তবে শনিবার উদ্ধব ঠাকরে ইঙ্গিত দিয়েছিলেন আগেকার দাবি থেকে সরে আসবে শিবসেনা। বিজেপি যে সমঝোতার সূত্র দেবে তাই তারা মেনে নেবেন বলে জানিয়েছিলেন তিনি।

English summary
BJP and Shiv Sena formally announces alliance for the upcoming Maharashtra Assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X