বিহারে ১০.৭ শতাংশ ভোট বাড়িয়ে বাজিমাত করবে বিজেপি-জেডিইউ জোট, একনজরে সমীক্ষা
বিহারে নির্বাচনী দামামা বেজে যেতেই ভোটের সমীক্ষা নিয়ে হাজির হয়েছে বিভিন্ন সমীক্ষক সংস্থা। তার মধ্যে এবিপি-সি ভোটারের সমীক্ষার পূর্বাভাস, ফের বিহার বিধানসভার দখল করতে চলেছেছেন নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ জোট। এই সমীক্ষা অনুযায়ী কোন দল কত শতাংশ ভোট পাবে, দেখে নেওয়া যাক একনজরে।

বিজেপি জোটের প্রাপ্ত সম্ভাব্য ভোট
এবিপি-সি ভোটার সমীক্ষায় ইঙ্গিত নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি জোটের পক্ষে এবার রায় দিতে চলেছে বিহারের মানুষ। বিহারের প্রায় ৪৫ শতাংশ ভোট পেতে পারে নীতীশের নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ জোট। সমীক্ষায় আভাস, বিজেপি-জেডিইউ জোট পেতে পারে মোট প্রদত্ত ভোটের ৪৪.৮ শতাংশ।

১০.৭ শতাংশ ভোট বাড়িয়ে কিস্তিমাত! সমীক্ষায় আভাস
এবিপি-সি ভোটার সমীক্ষার পূর্বাভাস, বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন জোট ২০২০-র নির্বাচনে প্রায় দুই-তৃতীয়াংশ আসন দখল করতে পারে। ১৪১ থেকে ১৬১টি আসন পেতে পারে তারা। বিহার নির্বাচনে জিতে চারবারের জন্য নীতীশ কুমারের বিহারের কুর্সি দখল একপ্রকার পাকা। এবার প্রায় ১০.৭ শতাংশ ভোট বাড়িয়ে এই ক্ষমতায় ফিরতে চলেছেন নীতীশ কুমার।

কংগ্রেস ও আরজেডি কত ভোট পাবে!
নীতীশের নেতৃত্বাধীন জোটের পক্ষে এই সমীক্ষা রায় দিয়েছে। এবিপি-সি ভোটার সমীক্ষার পূর্বাভাস তেজস্বী যাদবের নেতৃত্বাধীন কংগ্রেস ও আরজেডি সম্বলিত ইউপিএ জোট এবার পেতে পারে ৩৩.৪৫ শতাংশ ভোট। সমীক্ষায় ইঙ্গিত বিহারে অন্যান্য দলগুলি সাকুল্যে পেতে পারে ২২ শতাংশ ভোট।

২০১৫-র নির্বাচনে কার কত ভোট শতাংশ
বিহারের ২০১৫-র নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হয়েছিল বিরোধী মহোজোটের। সেই মহাজোটে ছিলেন নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব। বিজেপি পেয়েছিল ২১.৮১ শতাংশ ভোট। আর মহাজোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছিল আরজেডি ৩২.৯২ শতাংশ। জেডিইউ ২৯.২১ শতাংশ এবং কংগ্রেস ১১.১১ শতাংশ।