For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে বাজিমাত করবে বিজেপি জোট! কত শতাংশ ভোট বাড়বে, একনজরে সমীক্ষার ফল

বিহারে নির্বাচন দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। তার আগে শেষ জনমত সমীক্ষায় এবিপি-সি ভোটার বিজেপি-জেডিইউ জোটের পক্ষে রায় দিল।

  • |
Google Oneindia Bengali News

বিহারে নির্বাচন দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। তার আগে শেষ জনমত সমীক্ষায় এবিপি-সি ভোটার বিজেপি-জেডিইউ জোটের পক্ষে রায় দিল। সমীক্ষার পূর্বাভাস, ফের বিহার বিধানসভার দখল করতে চলেছেছেন নীতীশ কুমারের নেতৃত্বাধীন জোট। এই সমীক্ষা অনুযায়ী প্রায় ৯ শতাংশ ভোট বাড়িয়ে ক্ষমতায় ফিরবে্ন নীতীশ কুমার।

নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি জোট কত ভোট পাবে

নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি জোট কত ভোট পাবে

নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি জোটের পক্ষে এবার রায় দিতে চলেছে বিহারের মানুষ। এবিপি-সি ভোটার সমীক্ষায় ইঙ্গিত বিহারের প্রায় ৪৩ শতাংশ ভোট পেতে পারে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ জোট। সমীক্ষায় আভাস, বিজেপি-জেডিইউ জোট পেতে পারে মোট প্রদত্ত ভোটের ৪৩ শতাংশ।

বিজেপি জোটের ভোটবৃদ্ধি, ক্ষমতায় নীতীশ!

বিজেপি জোটের ভোটবৃদ্ধি, ক্ষমতায় নীতীশ!

এবিপি-সি ভোটার সমীক্ষার রিপোর্ট, বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন জোট ২০২০-র নির্বাচনে প্রায় দুই-তৃতীয়াংশ আসন দখল করতে পারে। ১৩৫ থেকে ১৫৯টি আসন পেতে পারে তারা। বিহার নির্বাচনে জিতে চারবারের জন্য নীতীশ কুমারের বিহারের কুর্সি দখল একপ্রকার পাকা। এবার প্রায় ৯ শতাংশ ভোট বাড়িয়ে ক্ষমতায় ফিরতে চলেছেন নীতীশ কুমার।

কংগ্রেস-আরজেডি জোটের ভোট শেয়ার

কংগ্রেস-আরজেডি জোটের ভোট শেয়ার

এবিপি-সি ভোটার সমীক্ষা আভাস দিয়েছে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন কংগ্রেস ও আরজেডির ইউপিএ জোট এবার পেতে পারে ৩৫ শতাংশ ভোট। সমীক্ষায় ইঙ্গিত চিরাগ পাসোয়ানের এলজেপি পেতে পারে ৪ শতাংশ ভোট। বিহারে অন্যান্য দলগুলি সাকুল্যে পেতে পারে ১৮ শতাংশ ভোট।

২০১৫-র নির্বাচনে কোন দলের কত ভোট

২০১৫-র নির্বাচনে কোন দলের কত ভোট

বিহারের ২০১৫-র নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হয়েছিল বিরোধী মহোজোটের। সেই মহাজোটে ছিলেন নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব। বিজেপি পেয়েছিল ২১.৮১ শতাংশ ভোট। আর মহাজোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছিল আরজেডি ৩২.৯২ শতাংশ। জেডিইউ ২৯.২১ শতাংশ এবং কংগ্রেস ১১.১১ শতাংশ।

English summary
BJP and JDU alliance can mate in 2020 Assembly Election in Bihar getting 43 percent vote according to ABP-C voter survey.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X