For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুয়াহাটি পুরসভার নির্বাচনে সুইপ বিজেপির, খালি 'হাত' কংগ্রেসের! মোদী-হিমন্তের ধন্যবাদ বার্তা

গুয়াহাটি (guwahati) পুরসভার (municipality) নির্বাচনে (election) সুইপ বিজেপির (bjp)। সহযোগী অসম গণ পরিষদকে (agp) সঙ্গে নিয়ে তারা ৬০ টি আসনের মধ্যে ৫৮ টি আসন দখল করেছে। আপ (aap) ১ টি আসন পেলেও কংগ্রেস(congress) সেখানে

  • |
Google Oneindia Bengali News

গুয়াহাটি (guwahati) পুরসভার (municipality) নির্বাচনে (election) সুইপ বিজেপির (bjp)। সহযোগী অসম গণ পরিষদকে (agp) সঙ্গে নিয়ে তারা ৬০ টি আসনের মধ্যে ৫৮ টি আসন দখল করেছে। আপ (aap) ১ টি আসন পেলেও কংগ্রেস(congress) সেখানে খাতা খুলতে পারেনি।

কার দখলে কটি আসন

কার দখলে কটি আসন

উত্তর-পূর্ব তথা অসমের সব থেকে বড় শহর গুয়াহাটির পুরসভার ৬০ টি আসনের মধ্যে ৫২ টি পেয়েছে বিজেপি। ছটি পেয়েছে সহযোগী অসম গণ পরিষদ। এর আগে বিজেপি গত মাসে মিউনিসিপ্যাল বোর্ড নির্বাচনেও জয়লাভ করেছিল।
রাজ্য বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম দল কংগ্রেস এই নির্বাচনে একটি আসন দখল করতে ব্যর্থ হয়েছে। সেখানে আম আদমি পার্টি পেয়েছে একটি আসন। অন্যদিকে অসম জাতীয় পার্টি পেয়েছে একটি আসন। ৫,৬ ও ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

নয় বছর পর হওয়া পুর কর্পোরেশনের নির্বাচনে বিজেপি ৫৩ টি আসনে এবং এজিপি ৭ টি আসনে প্রার্থী দিয়েছিল। কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল ৫৫ টি আসনে। আপ লড়াই করেছিল ৩৯ টি আসনে।
২০১৩ সালে শেষবার গুয়াহাটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। সেই সময় ৩১ টি আসনের মধ্যে কংগ্রেস ১৯ টিতে জয়ী হয়েছিল। বিজেপি ১১টি এবং এজিপি ১ টি আসনে জয়ী হয়েছিল।
এবার মোর্ট ওয়ার্ড করা হয়েছে ৬০ টি। যার মধ্যে ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত।

শহরের মানুষকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

এই জয় প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, বিজেপির এই জয়ে গুয়াগাটির মানুষের কাছে তিনি মাথা নত করছেন। গুয়াহাটি পুরসভায় বিজেপির এই জয়কে ঐতিহাসিক বলেও বর্ণনা করেছেন তিনি।

ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

টুইটে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ধন্যবাদ গুয়াহাটি। মনোরম এই শহরের মানুষ বিজেপিকে শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। কঠোর পরিশ্রমের জন্য বিজেপির প্রতিটি কর্মীকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজেপি ও কংগ্রেসের প্রতিক্রিয়া

বিজেপি ও কংগ্রেসের প্রতিক্রিয়া

অসম বিজেপির প্রধান, ভবেশ কলিতা বলেছেন, এই জয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভাল কাজের প্রতিফলন। তিনি বলেছেন, সর্বাত্মক উন্নয়নের মাধ্যমে গুয়াহাটিতে আদর্শ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।
অন্যদিকে অসম কংগ্রেসের প্রভান ভূপেন বোরা বলেছেন, নির্বাচনে তারা খারাপ ফল করেছেন। তিনি বলেন, গুয়াহাটির বাসিন্দারা বিজেপিকে শেষ সুযোগ দিয়েছে ভাল কিছু করার জন্য। তিনি বলেছেন, গুয়াহাটির প্রধান সমস্যা হল বন্যা এবং পানীয় জলের অভাব। এই দুই সমস্যা বিজেপি সমাধান করবে বলেই মনে করেন তিনি।
একটি আসন পেয়ে খুশি আপ। রাজ্য সভাপতি ভবেন চৌধুরী বলেছেন, তারা অ্যাকাউন্চ খুলেছেন। গুয়াহাটির লোকেরা দেখিয়েছেন, যাঁরা কাজ করে, তাঁদের মূল্য দেন। এর আগে আপ তিনসুকিয়া এবং লখিমপুর পুরসভা নির্বাচনে একটি করে আসনে জয়ী হয়েছিল।

চাকরির বিজ্ঞপ্তি গোয়া শিপইয়ার্ডে! বিভিন্ন পদে কয়েকশো নিয়োগচাকরির বিজ্ঞপ্তি গোয়া শিপইয়ার্ডে! বিভিন্ন পদে কয়েকশো নিয়োগ

English summary
BJP and its ally AGP won 58 seats among 60 in Guwahati municipal corporation election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X