For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Uttarakhand Poll 2022: দল বিরোধী কাজ-বহিষ্কার, তার পরেও কেন হরক সিংকে নিয়ে টানাটানি কংগ্রেস-বিজেপির

Uttarakhand Poll 2022: দল বিরোধী কাজ-বহিষ্কার, তার পরেও কেন হরক সিংকে নিয়ে টানাটানি কংগ্রেস-বিজেপির

Google Oneindia Bengali News

উত্তরাখণ্ডে চরম রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। হরক সিং রাওয়াতকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। এদিকে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। হরক সিংয়ের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ করেছে বিজেপি। এমনকী মুখ্যমন্ত্রী ধামি তাঁকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার পর্যন্ত করেছে। তারপরেই হরক সিংকে কেন দলে রাখতে চাইছে বিজেপি। এদিকে আবার কংগ্রেসও হরক সিংকে দলে টানার চেষ্টা করছে।

হরক সিংয়ের বিরুদ্ধে অভিযোগ

হরক সিংয়ের বিরুদ্ধে অভিযোগ

উত্তরাখণ্ডের ভোট যত এগিয়ে আসছে ততখবরের শিরোনামে উঠে আসছেন হরক সিং। ২০১৭ সালের বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকে বিজেপি সরকারের মন্ত্রিসভায় রয়ছেন হরক সিং। কিন্তু তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিজেপির। ভোটের মুখে কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছেন তিনি। তাতই তাঁর কংগ্রেসে যোগদানের জল্পনা পারদ চড়েছে। হরক সিং সিংকে মন্ত্রিসভা থেকেই বহিষ্কার করেছেন ধামি। গত ১৫ জানুয়ারি পার্টির কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না হরক সিং। সেই বৈঠকে প্রার্থী বাছাই চূড়ান্ত হয়েছিল। হরক সিং রাওয়াত দাবি করেছিলেন রাস্তায় যানজটে আটকে ছিলেন তিনি। সেকারণেই আর থেকে পারেননি।

ক্ষুব্ধ বিজেপি নেতারা

ক্ষুব্ধ বিজেপি নেতারা

হরক সিং রাওয়াতের প্রতি ভীষণ ভাবে ক্ষুব্ধ একাধিক বিজেপি নেতা। উত্তরাখণ্ডের বিজেপি প্রধান মদন কৌশিক অভিযোগ করেছেন রাওয়াত সব সীমা ছাড়িয়ে গিয়েছেন। তিনি প্রথম থেকেই বিরোধী রাজনৈতিক দলের নেতাদের লঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে প্রকাশ্যেই অভিযোগ করেছেন। রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ মুখ্যমন্ত্রীর নেকনজরে থাকার জন্য ধরাকে সড়া জ্ঞান করে চলছেন হরক সিং। প্রতি দ্বিতীয় দিনে কংগ্রেসের নেতাদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন। দলের শৃঙ্খলা ভঙ্গের সব সীমা ছাড়িয়ে গিয়েছেন তিনি।

পুত্রবধূর জন্য টিকিট চান হরক

পুত্রবধূর জন্য টিকিট চান হরক

দলে তাঁর বিরুদ্ধে ক্ষোভ বাড়লেও হরক সিং তাতে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। হরক সিং নাকি তাঁর পুত্রবধূ অনুকৃতির জন্য টিকিটের তদ্বির করে চলেছেন দলে। এমনই অভিযোগ করেছেন উত্তরাখণ্ডের বিজেপি প্রধান মদন কৌশিক। রাজ্যের নেতারা তাঁর সম্পর্কে কী ভাবল তাতে তিনি মাথা ঘামাতে রাজি নন। িতনি কেবল নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন হরক সিং।

কংগ্রেসের সঙ্গে যোগাযোগ

কংগ্রেসের সঙ্গে যোগাযোগ

এদিকে আবার কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন হরক সিং রাওয়াত। উত্তরাখণ্ডের এক সিনিয়র কংগ্রেসর নেতা জানিয়েছেন দিল্লির কংগ্রেস নেতাদের সঙ্গে সমানে যোগাযোগ রেখে চলেছেন হরক সিং। হরিশ রাওযাতের নির্বাচনী প্রচার কমিটির বৈঠকের দিনও তিনি যোগাযোগ করেছেন। সেদিনই তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছিল। কংগ্রেস সভা নেত্রী সোনিয়া গান্ধী প্রকাশ্যেই জানিয়েছেন হরক সিংয়ের জন্য পার্টির দরজা খোলা রয়েছে। তিনি বলেছেন যাঁরা বিজেপিকে পরাজিত করতে চান তাঁদের জন্য কংগ্রেসের দরজা খোলা রয়েছে।

২০২৪-এর লক্ষ্যে সাজছে তৃণমূল! মমতা-অভিষেকের নতুন টিমে দেখা যেতে পারে যাঁদের২০২৪-এর লক্ষ্যে সাজছে তৃণমূল! মমতা-অভিষেকের নতুন টিমে দেখা যেতে পারে যাঁদের

English summary
Harak Singh Rawat is big factor in Uttarakhand poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X