For Quick Alerts
For Daily Alerts
'বিজেপি, বজরং দল পাকিস্তানি গোয়েন্দাদের থেকে টাকা নিচ্ছে '! বিস্ফোরক কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং
কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংএর ফের এক বিস্ফোরক মন্তব্যে তোলপাড় জাাতীয় রাজনীতি। বিজেপির বিরুদ্ধে এবার তোপ দেগে ভোপালের এই কংগ্রেস নেতা এক নয়া বিতর্কের সূত্রপাট ঘটিয়ে দিয়েছেন। বিজেপির সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন দিগ্বিজয় সিং।
{photo-feature}
[আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েন! বিবাহিত সঙ্গিনীকে নৃশংসভাবে পিটিয়ে খুন সরকারি কর্মচারীর]
[আরও পড়ুন: বাংলায় এনআরসির প্রচারে হোমওয়ার্ক শুরু! নতুন টিম গড়ে কোমর বাঁধছে বিজেপি]