For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুর নির্বাচনে বিপুল জয় বিজেপির! উন্নয়নে আদর্শ মোদীজি, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

অসমের (assam) পুর নির্বাচনে (municipal election) বিপুল জয় ক্ষমতাসীন বিজেপির (bjp)। গত ৬ মার্চ রাজ্যের ৮০ টি পুরসভার ৯৭৭ টি আসনের নির্বাচন হয়েছিল। যার মধ্যে বিজেপি জোট ৮০৭ টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে কংগ্রেস পেয়েছে

  • |
Google Oneindia Bengali News

অসমের (assam) পুর নির্বাচনে (municipal election) বিপুল জয় ক্ষমতাসীন বিজেপির (bjp)। গত ৬ মার্চ রাজ্যের ৮০ টি পুরসভার ৯৭৭ টি আসনের নির্বাচন হয়েছিল। যার মধ্যে বিজেপি জোট ৮০৭ টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৭১ টি আসন।

শুরু থেকেই এগিয়ে ছিল বিজেপি

শুরু থেকেই এগিয়ে ছিল বিজেপি

এদিন সকালে ভোটগণনা শুরু হতেই এগিয়ে যায় বিজেপি। সকাল ১০ টায় রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল বিজেপি ও তার সহযোগীরা ২৯৬ টি আসনে এগিয়ে ছিল। কংগ্রেস ও তার সহযোগীরা ৬৬ টি ওয়ার্ডে এগিয়ে ছিল সেই সময়। প্রসঙ্গত উল্লেখ্য ৯৭৭ টির মধ্যে ৫৭ টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ৬ মার্চ ভোট হয়েছিল ৯২০ টি আসনে। অসমের পুর নির্বাচনে এবারই প্রথম ব্যালট পেপারের পরিবর্তে ইভিএম ব্যবহার করা হয়েছিল। ভোট পড়েছিল প্রায় ৭০ শতাংশের মতো। ১৬ লক্ষের বেশি ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।

কড়া নিরাপত্তায় ভোটগণনা

কড়া নিরাপত্তার মধ্যে এদিন সকালে বিভিন্ন গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। ডিব্রুগড়ের ডেপুটি কমিশনার বিশ্বজিৎ পেগু সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, নিরাপত্তার জন্য সবরকমের বন্দোবস্ত করা হয়েছে। ইভিএম ব্যবহারের কারণে গণনা তাডাতাড়ি শেষ হবে বলেও আশাপ্রকাশ করেছিলেন তিনি।

সাধারণ মানুষকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

পুরসভা নির্বাচনে বিজেপি এবং সহযোগী অসম গণ পরিষদের বিপুল জয়ে রাজ্যের মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেছেন, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। আর জনগণ বিজেপির প্রতি আস্থা রেখেছে।

উন্নয়নে আদর্শ মোদীজি

অসমের মুখ্যমন্ত্রী এই জয়ে অসমের বিজেপি কর্মী ও নেতাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের আদর্শেই এই জয় এসেছে। আর তা ছড়িয়ে দিতে সাহায্য করেছেন বিজেপির নেতা কর্মীরা। এই জয় রাজ্যের উন্নয়নে বিজেপিকে অনুপ্রাণিত করবে বলেও জানিয়েছেন তিনি।

নির্বাচনে প্রার্থী সংখ্যা

নির্বাচনে প্রার্থী সংখ্যা

অসমের পুরসভা নির্বাচনে এবার ২৫৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ৯৭৭ টির মধ্যে বিজেপি সর্বোচ্চ ৮২৫ টি আসনে প্রার্থী দিয়েছিল। তাদের সহযোগী অসম গণ পরিষদ প্রার্থী দিয়েছিল ২৪৩ টি আসনে। কংগ্রেস প্রার্থী দিয়েছিল ৭০৬ টি আসনে।

বড় সংস্কারের পথে মোদী সরকার! মন্ত্রিসভায় ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশনের অনুমোদনবড় সংস্কারের পথে মোদী সরকার! মন্ত্রিসভায় ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশনের অনুমোদন

English summary
BJP alliance win 807 seats among 977 in Assam Municipal Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X