For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশে মোদীর দলকে কতটা বেগ রাহুলের দলের! জানান দিচ্ছে নতুন সমীক্ষা

২০১৯-এর নির্বাচনের আগে সেমিফাইনাল মধ্যপ্রদেশে। সেই সেমিফাইনালের ফলের দিকে নজর সবার। বছরের পর বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকায় রয়েছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর নির্বাচনের আগে সেমিফাইনাল মধ্যপ্রদেশে। সেই সেমিফাইনালের ফলের দিকে নজর সবার। বছরের পর বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকায় রয়েছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। সেই হাওয়ার প্রভাব কতটা, তা খুঁজে দেখার চেষ্টা করেছে টাইমস নাও। রাজস্থানে রয়েছে ২৩০ বিধানসভার আসন আর ৪০ টি লোকসভার আসন।

বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা

বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা

টাইমস নাও-এর সার্ভে অনুযায়ী মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এবারের নির্বাচনে তারা পেতে পারে ১৪২ টি আসন। ২০১৩-র থেকে যা ২৩ টি কম। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৭৭ টি আসন। ২০১৩-র নির্বাচনের থেকে কংগ্রেস ২০ টি বেশি পেতে পারে। অন্য দলগুলি পেতে পারে ১১ টি আসন। ২০১৩-র নির্বাচনে অন্যরা পেয়েছিল ৮টি আসন।

বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা

বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা

ভোট শতাংশেও এগিয়ে বিজেপি

ভোট শতাংশেও এগিয়ে বিজেপি

শতাংশের নিরিখে বিজেপি মধ্যপ্রদেশে পেতে পারে ৪৪ শতাংশ ভোট। ২০১৩তে তারা পেয়েছিল ৪৪.৮৭ শতাংশ। কংগ্রেস পেতে পারে ৩৫ শতাংশ ভোট। ২০১৩তে তারা পেয়েছিল ৩৬.৩৭ শতাংশ। অন্য রাজনৈতিক দলগুলি পেতে পারে ২১ শতাংশ। ২০১৩তে তারা পেয়েছিল ১৮.৭৬ শতাংশ।

[আরও পড়ুন:রাজস্থানে মোদীর দলকে বড় ধাক্কা রাহুলের দলের! জানান দিচ্ছে নতুন সমীক্ষা][আরও পড়ুন:রাজস্থানে মোদীর দলকে বড় ধাক্কা রাহুলের দলের! জানান দিচ্ছে নতুন সমীক্ষা]

পছন্দের মুখ্যমন্ত্রী

পছন্দের মুখ্যমন্ত্রী

১৫ বছর টানা ক্ষমতায় থাকার পরেও পছন্দের মুখ্যমন্ত্রীর তালিকায় সবার আগে রয়েছেন শিবরাজ সিং চৌহান। তাঁর পক্ষে রাজ্যএর ৬১ শতাংশ মানুষ। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পছন্দ করেন ১৭ মানুষ। দিগ্বিজয় সিংকে ৫ শতাংশ, কমলনাথকে ৬ শতাংশ। অন্যদের ১১ শতাংশ।

২০১৯-এর লোকসভা নির্বাচন

২০১৯-এর লোকসভা নির্বাচন

২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে পেতে পারে ২১ টি আসন। কংগ্রেস পেতে পারে ৮ টি আসন। অন্যরা একটিও আসন পাবে না বলে জানানো হয়েছে এই সমীক্ষায়।

[আরও পড়ুন: ছত্তিসগড়ে মোদীর দলকে কতটা বেগ রাহুলের দলের ! জানান দিচ্ছে নতুন সমীক্ষা][আরও পড়ুন: ছত্তিসগড়ে মোদীর দলকে কতটা বেগ রাহুলের দলের ! জানান দিচ্ছে নতুন সমীক্ষা]

টাইমস নাও-এর তরফে জানানো হয়েছে, ১৬ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। ১৪,৫৬৯ জনকে প্রশ্ন করা হয়েছিল। রাজ্যের ২৩০ টি বিধানসভা এলাকায় এই সমীক্ষা চালানোর কথা জানিয়েছেন এই সংবাদ সংস্থা।

English summary
Congress will give challenge to BJP in assembly election 2018 of Madhyapradesh. In 2013 BJP dominates in this state and gets 165 seats,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X