For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির পুরনিগম দখলের চ্যালেঞ্জ ছুড়ল আপ, ক্ষমতা ধরে রাখতে বিজেপি নিল পাল্টা কৌশল

কেন্দ্রের সরকারের বিজেপির আধিপত্য থাকলেও, রাজধানী দিল্লিতে ক্ষমতা আম আদমি পার্টি। দিল্লির বিধানসভায় এখনও সেভাবে দাঁত ফোটাতে পারেনি বিজেপি। কিন্তু দিল্লি পুরসভার দখল আবার বিজেপিরই হাতে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের সরকারের বিজেপির আধিপত্য থাকলেও, রাজধানী দিল্লিতে ক্ষমতা আম আদমি পার্টি। দিল্লির বিধানসভায় এখনও সেভাবে দাঁত ফোটাতে পারেনি বিজেপি। কিন্তু দিল্লি পুরসভার দখল আবার বিজেপিরই হাতে। আগামী ডিসেম্বরে দিল্লি পুরনিগমের নির্বাচন। সেই নির্বাচনে এবার বিজেপিকে মোক্ষম চ্যালেঞ্জ ছুড়ে দিল আম আদমি পার্টি।

২১টি কমিটি গঠন করেছে বিজেপি

২১টি কমিটি গঠন করেছে বিজেপি

এদিকে ২০২৪-এর নির্বাচনের আগে দিল্লিতে পুর নির্বাচন জিততে বদ্ধপরিকর বিজেপি। তারপর আম আদমি পার্টি আবার চ্যালেঞ্জ দিয়েছে। তাই বিজেপিও সেই চ্যালঞ্জ গ্রহণ করেছে। আম আদমি পার্টির চ্যালেঞ্জের মোকাবিলায় এবার বড় পদক্ষেপ নিল দিল্লি বিজেপি। বুধবার তাঁরা ২১টি কমিটি গঠন করেছে। পুর নির্বাচনে সমস্ত দায়িত্ব ওই কমিটিগুলির মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে।

দলবদলুদের ব্যাপারে পরামর্শ কমিটি

দলবদলুদের ব্যাপারে পরামর্শ কমিটি

এই কমিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছে, অন্য পার্টি থেকে কাউকে দলে নেওয়ার প্রয়োজন কি না, কিংবা কাদের নেওয়া যেতে পারে, সেই বিষয়ে দলকে পরামর্শও দেবে এই কমিটি। দলীয় সূত্রে খবর, দিল্লির নগর নিগমের ভোট নিয়েও তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

আপের বিরুদ্ধে ময়দানে শাহ!

আপের বিরুদ্ধে ময়দানে শাহ!

সম্প্রতি দিল্লি বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলের এই তিন শীর্ষ নেতা। এবার পুরসভা ভোটে যে অমিত শাহ স্বয়ং ময়দানে নামবেন তার আভাসও মিলেছে। গত সপ্তাহে পুর নিগমের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অমিত শাহ দিল্লির পুর নিগমের ভোটের বাদ্যি বাজিয়ে দিয়েছেন। ভোট ময়দানে নামার আগেই তিনি নিশানা করছেন অরবিন্দ কেজরিওয়ালকে।

বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে

বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে

দিল্লির পুর নিগমের ভোটে প্রতিষ্ঠান বিরোধিতায় সুযোগ নিতে পারে আম আদমি পার্টি। তাই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তাদের। মাস কয়েক আগে থেকেই পদক্ষেপ করা শুরু করেছে বিজেপি। রাজধানী শহর দিল্লির প্রশাসনিক দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর থাকে। এই সুয়োগকে কাজে লাগিয়ে মাস তিনেক আগে কেন্দ্রীয় সরকার তিনটি পুরসভাকে সংযুক্ত করে একটি কর্পোরেশন গঠন করেছে। এই কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা ২৭৭ থেকে কমিয়ে ২৫০ করা হয়েছে।

অর্ধেকের বেশি কাউন্সিলরকে বাদ!

অর্ধেকের বেশি কাউন্সিলরকে বাদ!

আম আদমি পার্টির অভিযোগ, প্রতিষ্ঠান বিরোধিতা এড়াতে ওয়ার্ডগুলি অবৈজ্ঞানিকভাবে পুনর্বিন্যাস করা হয়েছে। বিরোধীদের নিশ্চিহ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজেপি অবস্য সেই অভিযোগকে থোড়াই কেয়ার করেছে। তাঁরা ওয়ার্ড সংখ্যা কমিয়ে এলাকা পুনর্বিন্যাস করেই ক্ষান্ত হচ্ছে না। অর্ধেকের বেশি কাউন্সিলরকে বাদ দিতে চলেছে দল।

আপের মোকাবিলায় নামছে বিজেপি

আপের মোকাবিলায় নামছে বিজেপি

২০১৭ সালের ভোটে কাউন্সিলরদের অনেককে বাদ দিয়ে সুফল পায় বিজেপি। ২০২২-এও বিজেপি একই কৌশ নিয়ে সাফল্য পেতে চাইছে। ২০১৭ সালে ১৮৮টি ওয়ার্ডের দখল নিয়েছিল বিজেপি। এবারও সর্বশক্তি নিয়ে আপের মোকাবিলায় নামছে বিজেপি। কারণ দিল্লি বিধানসভার পর যদি পুরনিগমও হাতছাড়া হয়ে যায় বিজেপির, তবে আসন্ন লোকসভা ভোটে এমনকী অন্যান্য রাজ্যের বিধানসভা ভোটেও তার প্রভাব পড়তে পারে।

English summary
BJP accepts AAP’s challenge to control the power of Delhi Corporation Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X