For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওড়িশার মুখ্যমন্ত্রী পদে পঞ্চমবারের জন্য শপথ নিলেন নবীন পট্টনায়েক

ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে পঞ্চমবারের জন্য শপথ নিলেন নবীন পট্টনায়েক। এদিন ভুবনেশ্বরে ২০জন মন্ত্রী সহ বিজেডি নেতা শপথ নেন। এর মধ্যে অর্ধেকের বেশি প্রথমবার মন্ত্রী হলেন।

  • |
Google Oneindia Bengali News

ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে পঞ্চমবারের জন্য শপথ নিলেন নবীন পট্টনায়েক। এদিন ভুবনেশ্বরে ২০জন মন্ত্রী সহ বিজেডি নেতা শপথ নেন। এর মধ্যে অর্ধেকের বেশি প্রথমবার মন্ত্রী হলেন।

ওড়িশার মুখ্যমন্ত্রী পদে পঞ্চমবারের জন্য শপথ নবীন পট্টনায়েকের

এদিন সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ ভুবনেশ্বরের এক্সিবিশন গ্রাউন্ডে নবীন শপথ নেন। ওড়িশার রাজ্যপাল গনেশী লাল এদিন ১১জন ক্যাবিনেট মন্ত্রী ও ৯ জন রাষ্ট্রমন্ত্রী রাজভবনে শপথ নিয়েছেন।

ওড়িশা বিধানসভার মোট মন্ত্রীর সংখ্যা ২১ জন। এর মধ্যে ১০জন এবারই প্রথম মন্ত্রী হয়েছেন। যার মধ্যে দুজন মহিলা রয়েছেন। এসএন পাত্রোকে সম্ভবত বিধানসভার অধ্যক্ষর পদ দেওয়া হবে। এছাড়া প্রমিলা মল্লিক হতে পারেন বিধানসভার চিপ হুইপ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নবীন পট্টনায়েককে শুভেচ্ছা জানিয়েছেন।

২০০০ সালে প্রথমবার পট্টনায়েক সরকারে আসেন। এরপরে ২০০৪, ২০০৯, ২০১৪ সালে মুখ্যমন্ত্রী হন পট্টনায়েক। এবার ফের তিনি মুখ্যমন্ত্রী হলেন। রাজ্যে বিজেপি হাওয়ার মধ্যেও নবীন যেভাবে জিতেছেন তাতে সকলের প্রশংসা আদায় করে নিয়েছেন।

English summary
BJD's Naveen Patnaik takes oath as Odisha CM for 5th term
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X