For Daily Alerts
ওড়িশায় পর্যুদস্ত বিজেপি! জয়ের ব্যবধান বাড়ালেন বিজেডি প্রার্থী
ওড়িশায় একটি মাত্র আসনের উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ের পথে বিজেডি প্রার্থী। বিজেপুর আসন থেকে বিজেডি প্রার্থী রীতা সাহু প্রায় ৭৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপি প্রার্থী সনৎ গার্টিয়া।

বিজেডি প্রার্থী রীতা সাহু পেয়েছেন ১,০৩,৩১৮ ভোট। অন্যদিকে গার্টিয়া পয়েছেন ২৮,০৭১ টি ভোট। কংগ্রেসের দিলীপ পণ্ডা ৪,২৮৭ ভোট পেয়ে তৃতীয়স্থান দখল করেছেন।
২০১৯-এর এপ্রিলে ওড়িশা বিধানসভার নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বড়গড়ের বিজেপুর এবং গঞ্জামের হিঞ্জিলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দুটি আসনেই জয়ী হওয়ায় তিনি বিজেপুর আসনটি ছেড়ে দেন। ৫৭ হাজারের বেশি ভোটে তিনি বিজেপুর আসন থেকে জয়লাভ করেছিলেন।
সময় এসেছে হরিয়ানায় জেজেপি, আইএনএলডি, কংগ্রেসের জোট সরকার গড়ার, মন্তব্য হুডার