For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির থেকে অনেক এগিয়ে, পুর-নির্বাচনে ওড়িশায় জয়জয়কার বিজেডি প্রার্থীদের

ওড়িশায় গোহারা বিজেপি। সম্প্রতি পাঁচটির মধ্যে চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপুল জয় তুলে নিলেও, ওড়িশার পুরসভা নির্বাচনে একেবারে মুখ থুবড়ে পড়ল। ওড়িশার শাসকদল বিজেডি একাই তিন-চতুর্থাংশ পুরসভায় জয়ী হল।

  • |
Google Oneindia Bengali News

ওড়িশায় গোহারা বিজেপি। সম্প্রতি পাঁচটির মধ্যে চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপুল জয় তুলে নিলেও, ওড়িশার পুরসভা নির্বাচনে একেবারে মুখ থুবড়ে পড়ল। ওড়িশার শাসকদল বিজেডি একাই তিন-চতুর্থাংশ পুরসভায় জয়ী হল। ১০৮টি পুরসভার মধ্যে ৭৬টিতে গণনার শুরু থেকেই এগিয়ে ছিল বিজেডি। তাঁদের জয় স্রেফ সময়ের অপেক্ষা।

বিজেপির থেকে অনেক এগিয়ে, পুর-নির্বাচনে ওড়িশায় জয়ী বিজেডি

ওড়িশার রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোট গণনার শুরু থেকেই বিজেডির অগ্রগমন জারি ছিল। এদিন ওড়িশার তিনটি পুরনিগম ও ৭৩টি পুরসভায় রাজ্যের ক্ষমতাসীন বিজেডি জয়ের পথে এগিয়ে রয়েছে। চেয়ারপার্সন পদে ৭৩টি নাগরিক সংস্থায় বিজেডির জয়জয়কার হতে চলেছে।

তিনটি পুরনিগম-সহ মোট ১০৮টি পুরসভায় ভোট হয়েছে ওড়িশায়। সেখানে বিজেডি যেখানে ৭৬টিতে এগিয়ে, সেখানে ১৬টিতে এগিয়ে বিজেপি এবং সাতটিতে কংগ্রেস। নির্দল ও অন্যান্যরা নয়টি ইউএলবিতে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভুবনেশ্বর, কটক এবং বেরহামপুরের তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পুরনিগমে শাসক দল বা বিজেডির মেয়র প্রার্থীরাও তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছেন।

ওড়িশার ভদ্রক জেলার ধামনগর বিজ্ঞাপিত এরিয়া কাউন্সিলের ভোট গণনা এখনও বাকি রয়েছে। এই ভোট গণনা পরে অনুষ্ঠিত হবে। রাজ্য নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, মোট ৪০.৫৫ লক্ষ ভোটারের প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছিল। ২৪ মার্চ নাগরিক সংস্থার নির্বাচনের সঙ্গে এই এরিয়া কাউন্সিলের ভোট হয়েছিল। মেয়র ও চেয়ারপার্সন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ হাজার ৪১১ জন এবং কাউন্সিলর ও কর্পোরেটর পদে ৫ হাজার ৮৪২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হল এদিন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের পুরসভা নির্বাচনে বিজেপি একেবারে মুখ থুবড়ে পড়েছিল। কোনও পুরসভাই তারা দখল করতে পারেনি। পশ্চিমবঙ্গের মোট ১১৩টি পুরসভার মধ্যে ১০৮টি পুরসভায় জয়ী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মাত্র একটি পুরসভায় জয়ী হয়েছে সিপিএম তথা বামফ্রন্ট। আর একটি পুরসভায় জয়ী হয় পাহাড়ে হামরো পার্টি। বাকি তিনটি পুরসভা ত্রিশঙ্কু হয়।

পর পর কয়েকটি রাজ্যে পুরসভা নির্বাচনে বা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি হারের মুখে পড়লেও পাঁচ রাজ্যের মধ্যে চারটি রাজ্যে ক্ষমতা দখলে রাখতে সমর্থ হয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের সঙ্গে গোয়া ও মণিপুরেও জয়ী হয়েছে বিজেপি। এই চারটি রাজ্যেই ক্ষমতায় ছিল বিজেপি। তারা ক্ষমতা দখলে রাখতে সমর্থ হয়েছে। পাঞ্জাবে ক্ষমতায় ছিল কংগ্রেস। তারা আম আদমি পার্টির কাছে ক্ষমতা হারিয়েছে। বিজেপি এতবড় সাফল্য পেলেও, তার প্রভাব পড়ল না ওড়িশার পুরনির্বাচনে।

English summary
BJD is ahead from BJP and Congress in Odisah Municipal Election in 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X