For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কের মধ্যেই এবার বার্ড ফ্লু প্রকোপ, রবিবারের মেনু থেকে বাদ চিকেন!

Google Oneindia Bengali News

দেশজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক। দেশের বড়বড় শহরগুলিতে দেখা দিয়েছে মাস্ক ও স্যানিটাইজারের আকাল। এরই মধ্যে নতুন করে দেশবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলতে হাজির হল বার্ড ফ্লু। কেরলের কোঝিকোড়েতে ইতিমধ্যেই একটি চিকেন ফার্মে এই বার্ড ফ্লুর প্রকোপ লক্ষ্য করা গিয়েছে। এই অবস্থায় কড়া পদক্ষেপ নিচ্ছে কেরল সরকার। এর আগে দেশের প্রথম তিন করোনা আক্রান্তের খোঁজও মেলে কেরলেই।

কেরলে দেখা দিয়েছে বার্ড ফ্লু

কেরলে দেখা দিয়েছে বার্ড ফ্লু

কেরলের করোনা আক্রান্তরা ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। এরই মাঝে সেরাজ্যে নতুন করে এই বার্ড ফ্লু দেখা দেওয়ায় চিন্তিত কেরল ও পার্শ্ববর্তী কর্নাটক ও তামিলনাড়ুও। যদিও কেরল সরকারের দাবি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে সংক্রমণ ছড়ানো আটকাতে তারা তৎপর রয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালের পর এই প্রথম কেরলে বার্ড ফ্লু লক্ষ করা গিয়েছে।

ওড়িশাতেও ব্যাপক হারে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দেয়

ওড়িশাতেও ব্যাপক হারে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দেয়

এর আগে কয়েকদিন আগে ওড়িশাতেও ব্যাপক হারে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা গিয়েছিল। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছিল রাজ্যবাসী। পশ্চিমবঙ্গ এই ভাইরাস যাতে থাবা বসাতে না পারে তার জন্য সীমান্তে প্রবেশ করলেই প্রতিটি গাড়িকে দাঁড় করিয়ে ওষুধ স্প্রে শুরু করেছিল রাজ্য সরকার।

করোনা, বার্ড ফ্লুর মাঝেই উত্তরপ্রদেশ জর্জরিত সোয়াইন ফ্লুতে!

করোনা, বার্ড ফ্লুর মাঝেই উত্তরপ্রদেশ জর্জরিত সোয়াইন ফ্লুতে!

এদিকে দেশে শুধু বার্ড ফ্লু নয়, ছড়িয়েছে সোয়াইন ফ্লুও। উত্তরপ্রদেশে ইতিমধ্যেই এই শ্লুতে আক্রান্ত হয়ে ৮ জন মারা গিয়েছেন। আক্রান্তের সংখ্যা ১০০-র কাছাকাছি বলে জানা গিয়েছে। এই অবস্থায় চিকেন খাওয়ার বিষয়ে সারা দেশেই একটা অনীহা লক্ষ্য করা গিয়েছে। অনেক জায়গাতেই মুরগির দামও কমেছে বিস্তর।

এত ভাইরাসের সংক্রমণে চিন্তার ভাঁজ সরকারের কপালে

এত ভাইরাসের সংক্রমণে চিন্তার ভাঁজ সরকারের কপালে

এদিকে করোনা ভাইরাসে ইতিমধ্যেই দেশে আক্রান্ত হয়েছে ৩১ জন। এই ভাইরাস যাতে মহামারী আকার ধারন না করে তার জন্য কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে বিশেষ যোগাযোগ রাখছে। তবে এরই মধ্যে দেশএর বিভিন্ন প্রান্তে এরকম অন্য সব ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় চিন্তার ভাঁজ সরকারের কপালেও।

English summary
bird flu in kerala and odisha amid coronavirus scare in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X