For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কের মাঝেই বার্ড-ফ্লু হানা! গোটা রাজস্থানে হঠাৎই শতাধিক কাকের মৃত্যুতে বাড়ছে উদ্বেগ

করোনা আতঙ্কের মাঝেই বার্ড-ফ্লু হানা! গোটা রাজস্থানে হঠাৎই শতাধিক কাকের মৃত্যুতে বাড়ছে উদ্বেগ

  • |
Google Oneindia Bengali News

একে নব করোনা স্ট্রেনের বাড়ন্ত আতঙ্কে দিগভ্রষ্ট পথিকের ন্যায় অবস্থা ভারতবাসীর, তার উপর দোসর হিসেবে জুটল বার্ড-ফ্লু! ইতিমধ্যেই দুটিকে ভ্যাকসিনকে ডিসিজিআইয়ের তরফে জরুরিভিত্তিতে ছাড়পত্র দেওয়া হলেও ভারত বায়োটেকের 'কোভ্যাক্সিন'-এর ট্রায়াল নিয়ে নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছে। এহেন জটিল অবস্থার মাঝেই রাজস্থানে কাকের অস্বাভাবিক মৃত্যুতে দেশজুড়ে জারি হয়েছে সতর্কতা। অন্যদিকে, বার্ড-ফ্লু-এর আতঙ্কে মাংসের চাহিদা কমার আশঙ্কায় প্রমাদ গুনতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

জারি হয়েছে নির্দেশিকা

জারি হয়েছে নির্দেশিকা

সম্প্রতি রাজস্থানের ঝালাওয়ার জেলায় কাকপক্ষীর অস্বাভাবিক মৃত্যুর পরেই বার্ড-ফ্লুর উপস্থিতি ধরা পড়ে। স্বাভাবিকভাবেই ঝালাওয়ারের চারদিকের ৫কিমি ব্যাসার্ধের মধ্যেকার অঞ্চলে ফ্লু-এর উপসর্গযুক্ত ব্যক্তিদের শনাক্ত করার কাজ শুরু করেছে রাজস্থান সরকার। দেশের অন্যান্য রাজ্যেও যেখানে বার্ড-ফ্লু দেখা যাবে, সেখান থেকেই সংগ্রহ করতে হবে নমুনা, সম্প্রতি কেন্দ্রের তরফে জানান হয়েছে এমনটাও। তাছাড়া ফ্লু-এর উপসর্গ শনাক্তকরণের কাজ শুরু করছে অন্যান্য রাজ্যগুলিও।

 ২৫২ টি পাখির মৃত্যু রাজস্থানে

২৫২ টি পাখির মৃত্যু রাজস্থানে

রবিবার রাজস্থানের জলমহলে ৭টি কাকের মৃতদেহ মেলে। সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজস্থানে ২৫২টি পাখির প্রাণ কেড়েছে বার্ড-ফ্লু। রাজস্থানের কোটা-যোধপুর জেলায় সবথেকে বেশি কাক মারা গেছে এবং এই কারণেই প্রায় প্রত্যেক জেলাতেই বিশেষ পর্যবেক্ষক দল পাঠানো হচ্ছে, এমনটাই জানিয়েছেন রাজস্থানের পশুপালন বিভাগের প্রধান সেক্রেটারি কুঞ্জী লাল মিনা। সূত্রের খবর, পশুপালন বিভাগের তরফে একটি 'কন্ট্রোল রুম'-ও খোলা হয়েছে।

 বড়দিন থেকেই বার্ড-ফ্লু হানা রাজস্থানে

বড়দিন থেকেই বার্ড-ফ্লু হানা রাজস্থানে

সংবাদমাধ্যমের সামনে মিনা জানিয়েছেন, "ইতিমধ্যেই ভয়ানক আকার ধারণ করেছে বার্ড-ফ্লু আর তাই জরুরিভিত্তিতে গাইডলাইন জারি করেছে কেন্দ্র। সমস্ত ফিল্ড অফিসার ও পোল্ট্রি মালিকদের পাশাপাশি জলাভূমি, সাম্ভার হ্রদ ও কৈলাদেবী পাখিরালয়েও নজরদারি চালানো হচ্ছে।" ভোপালের নিহসাড-এ মৃত কাকের নমুনা পাঠানোর পরেই বার্ড-ফ্লু ধরা পড়ে, এমনটাই জানান মিনা। সূত্রের খবর, বড়দিন থেকেই রাজস্থানে সংক্রমণ শুরু করেছে বার্ড-ফ্লু ভাইরাস।

বার্ড-ফ্লু রুখতে তৎপর পশুপালন দফতরও

বার্ড-ফ্লু রুখতে তৎপর পশুপালন দফতরও

রাজস্থানের পাশাপাশি সারাদেশে জারি হয়েছে সতর্কতা, এমনটাই মত পশুপালন বিভাগের বিভাগীয় সেক্রেটারি আরুশী মালিকের। যদিও বিভাগের অতিরিক্ত অধিকর্তা ভবানী রাঠোরের বক্তব্য, "এখনও পরিস্থিতি খুব খারাপ হয়নি। তবুও আমরা সতর্ক রয়েছি। এখনও পর্যন্ত ৭৫টি অতিরিক্ত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।" পাশাপাশি বনবিভাগের প্রধান ওয়ার্ডেন এমএল মিনা জানান, যেহেতু বার্ড-ফ্লু মানবদেহে সংক্রমণ ঘটাতে সক্ষম, তাই বনবিভাগের অফিসারদের ফিরিয়ে আনা হচ্ছে অরণ্য থেকে।

প্রতীকী ছবি

ফুল বদলের খেসারত, এবার সুনীল মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপের পথে হাঁট তৃণমূল কংগ্রেসফুল বদলের খেসারত, এবার সুনীল মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপের পথে হাঁট তৃণমূল কংগ্রেস

English summary
Bird flu scare in Rajasthan, hundreds of birds dying, warning issued by the Center
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X