For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাভারতের যুগেও ইন্টারনেট! রাজ্যপালের সমর্থন পেয়ে সমালোচকদের একহাত বিপ্লবের

ত্রিপুরার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এক অনুষ্ঠানে মন্তব্য করেন- মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল। ছিল স্যাটেলাইট। তাঁর এই মন্তব্য ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পাল্টা সমালোচনা করেন বিপ্লবও।

Google Oneindia Bengali News

ত্রিপুরার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এক অনুষ্ঠানে মন্তব্য করেন- মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল। ছিল স্যাটেলাইট। তাঁর এই মন্তব্য ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই সমালোচকদের এক হাত নিলেন তরুণ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি বলেন, সমালোচকরা অযথা জলঘোলা করছেন।

মহাভারতের যুগেও ইন্টারনেট! রাজ্যপালের সমর্থন পেয়ে সমালোচকদের একহাত বিপ্লবের

[আরও পড়ুন:মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল! খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড় দেশজুড়ে ][আরও পড়ুন:মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল! খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড় দেশজুড়ে ]

তিনি বলেন, 'আমি আমার বিশ্বাসের কথা বলেছি। আমার বিশ্বাস, লক্ষ্য লক্ষ্য বছর আগে ভারতে সবথেকে আধুনিক প্রযুক্তি ছিল। তিনি সমালোচকদের এক হাত নিয়ে বলেন, কিছু সংকীর্ণ মানুষ রয়েছেন, যাঁরা নিজের দেশকে ছোট করে দেখতে পছন্দ করেন। তাঁরাই আবার উদাহারণ দেন অন্য দেশ এগিয়ে যাচ্ছে।'

তিনি বলেন, 'আমার কথায় বিশ্বাস রাখুন। নিজের বিশ্বাস নিজের কাথে রাখুন। অন্যকে গুলিয়ে দেবে না। অন্যকে অন্যের বিশ্বাস নিয়ে থাকতে দিন। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, মহাভারতের যুগে ইন্টারনেট, স্যাটেলাইট ছিল। তাঁর সেই কথাকে সমর্থন করেন রাজ্যপাল তথাগত রায়ও।

তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কথার সারবত্তা আছে। মুখ্যমন্ত্রীর এই কথা যথেষ্ট অর্থবহ। তিনি যুক্তি দেন কোনও বিশেষ তত্ত্ব যদি না থাকে, তবে দিব্যদৃষ্টি বা পুষ্পক রথের মতো কোনও জিনিসের ধারণা থাকা সম্ভব হত না। আর পুরাকালে এই দুইয়ের বিশেষ উল্লেখ পাওয়া যায়।

বিপ্লব দেব সঙ্ঘ পরিবারের সদস্য। সেই সঙ্ঘের পরম্পরা মেনে তাঁর মন্তব্যে তিনি বিজ্ঞানমহলকেও অবাক করে দিয়েছেন তাঁর ব্যাখ্যায়। তিনি বলেন, ইন্টারনেট ছিল বলেই সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে রাজমহলে বসেই কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা দিতে পেরেছিলেন। রাজ্যপালের সমর্থন পেয়ে এবার তিনি সমালোচকদের একহাত নিলেন।

এর আগে বিজেপি ও সঙ্ঘ নেতারা নানা মন্তব্যে নয়া দর্শন স্থাপন করেছিলেন। তার মধ্যে ছিল 'ডারউইন তত্ত্ব', 'গোমূত্রে ক্যানসার সারা', 'প্লাস্টিক সার্জারির নিদর্শন গণেশ'- এমন নানা মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই বিতর্কে নয়া সংযোজন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্য 'মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল'। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

[আরও পড়ুন:কান্দুয়া-কাণ্ডের ছায়া কোচবিহারে, কেটে নেওয়া হল বিজেপি প্রার্থীর হাতের চার আঙুল ][আরও পড়ুন:কান্দুয়া-কাণ্ডের ছায়া কোচবিহারে, কেটে নেওয়া হল বিজেপি প্রার্থীর হাতের চার আঙুল ]

English summary
CM of Tripura Biplab Dev criticizes his critics on existence of the internet in Mahabharat age. Governor Tathagata Roy supports CM Biplab Dev
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X