For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ট্যালিন-লেনিন কে, কে জানে! কমিউনিস্ট শাসন ভুলতে রাজতন্ত্রকে বাহবা দিতে যা বললেন মুখ্যমন্ত্রী

কমিউনিস্ট সিপিএম-এর শাসন নয়, রাজতন্ত্রের সময়ে থাকা গণতন্ত্রকে স্মরণ করতে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের স্বার্থে তৎকালীন রাজতন্ত্র ভাল কাজ করেছিল।

  • |
Google Oneindia Bengali News

কমিউনিস্ট সিপিএম-এর শাসন নয়, রাজতন্ত্রের সময়ে থাকা গণতন্ত্রকে স্মরণ করতে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের স্বার্থে তৎকালীন রাজতন্ত্র ভাল কাজ করেছিল।

স্ট্যালিন-লেনিন কে, কে জানে! কমিউনিস্ট শাসন ভুলতে রাজতন্ত্রকে বাহবা দিতে যা বললেন মুখ্যমন্ত্রী

পূর্বতন সরকারকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এখানে একটা চেষ্টা হয়েছিল রাজাদের ভুলে গিয়ে স্ট্যালিন, লেনিনকে মনে করানোর। স্ট্যালিন, লেনিনকে কে জানে! এখানকার কোনও সাধারণ মানুষ কি তাদের সম্পর্কে জানেন। প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তাদের সম্পর্কে জেনে এখানকার মানুষের কী হবে। উপস্থিত জনতাকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের তরফে আগরতলা বিমানবন্দরের নাম ত্রিপুরার শেষ রাজা মহারাজা বিক্রম কিশোর মানিক্যের নামে
করা হয়েছে। সেই উপলক্ষেই বিজেপির তরফে কেন্দ্রকে ধন্যবাদ দিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী দাবি করেন, মানিক্য রাজারা গণতন্ত্র প্রিয় ছিলেন। রাশিয়ার মতো কোনও দমনমূলক শাসন এখানে হয়নি বলেও মনে করেন বিপ্লব কুমার দেব।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, সব সাধারণ মানুষের ঘরেই মহারাজা বীর বিক্রমের ছবি থাকা উচিত। কেননা তিনিউ ছিলেন আধুনিক ত্রিপুরার স্থপতি।

মহারাজা বীর বিক্রমের চিন্তাধারা ত্রিপুরার সাধারণ মানুষের উন্নয়নে এখনও প্রাসঙ্গিক । সেইজন্য লেনিন, স্ট্যালিনকে ভুলে গেলেও চলবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

১৯৪২ সালে তৎকালীন মহারাজার দান করা জমিতে আগরতলা বিমানবন্দর গড়ে ওঠে। ৪ জুলাই দিল্লিতে এক সরকারি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানবন্দরের নতুন নাম অনুমোদনের পর একথা জানানো হয়েছে।

English summary
Biplab Deb urges people to forget communists, extols the virtues of Manikya kings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X