For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহ-র সঙ্গে দেখা করে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বিপ্লব দেবের

অমিত শাহ-র সঙ্গে দেখা করে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বিপ্লব দেবের

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার দিল্লিতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ অসম রাইফেলসের সঙ্গে জমি বিবাদ এবং আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন বিপ্লব দেব৷ এছাড়াও ব্রু উপজাতির লোকদের ত্রিপুরায় স্থায়ী বাসস্থান নিয়ে শাহ-এর সঙ্গে কথা বলেছেন বিপ্লব৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজেই এ নিয়ে পরপর দুটি টুইট করেছেন৷

অমিত শাহ-র সঙ্গে দেখা করে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বিপ্লব দেবের

টুইটে বিপ্লব দেব তাঁর ও অমিত শাহের সাক্ষাৎএর ছবি পোস্ট করল লিখেছেন, 'অসম রাইফেলসের জমির বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। তিনি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ত্রিপুরার উন্নয়নে তাঁর (অমিত শাহ-র) অব্যাহত সহযোগিতার জন্য তাঁর প্রতি অনেক কৃতজ্ঞতা।

অন্য একটি টুইটে বিপ্লব দেব লিখেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করা একটি সম্মানের বিষয় ত্রিপুরায় ব্রু পুনর্বাসনের উন্নয়ন সম্পর্কে তাঁকে জানিয়েছি। সেই সঙ্গে রাজ্যে সৈনিক স্কুল খোলার ক্ষেত্রে যে বাধার সম্মুখীন হতে হচ্ছে সে বিষয়েও অমতি শাহকে বলেছি৷

দেশ-বিদেশের শিল্পপতিদের সামনেই লক্ষ্মী ভান্ডারের কথা তুলে ধরবেন মমতা! কীভাবে জানেন দেশ-বিদেশের শিল্পপতিদের সামনেই লক্ষ্মী ভান্ডারের কথা তুলে ধরবেন মমতা! কীভাবে জানেন

ত্রিপুরার রাজধানী শহর আগরতলাতে অসম রাইফেলসের সঙ্গে একটি জায়গা নিয়ে বিবাদ চলছে ত্রিপুরা সরকারের। ১৯৫১ তে অসম রাইফেলসকে আগরতলাতে ১২১ একরেরও বেশি জায়গা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে৷ এখনও এই জায়গা পরিষ্কার করে অসম রাইফেলসের হাতে তুলে দিতে পারেনি ত্রিপুরা সরকার৷ এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছেও দমক খেশেছে রাজ্য৷ অন্যদিকে বহুদিন ধরে রাজ্য বসবাসকারী ব্রু জাতির লোকদের উন্নয়ন ও স্থায়ী বসতি নির্মানের বিষয় নিয়েও অমিত শাহের সঙ্গে কথা বলেছেন বিপ্লব দেব।

তবে ব্রু দের থেকে অসম রাইফেলসের সঙ্গে জমি বিবাদ ত্রিপুরা সরকারের জন্য বড় সমস্যার। ১৯৫১ সালে রাষ্ট্রপতির নির্দেশে আগরতলার মৌজভাটি অভয়নগরে ১২১.৩৫৮ একর জমি বরাদ্দ হয়েছিল অসম রাইফেলসের জন্য। যে জমি এখনও অসম রাইফেলসকে ব্যবহারের জন্য ছাড়তে পারেনি ত্রিপুরা সরকার।

English summary
Biplab Deb meet with with Amit Shah, discuss important issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X