For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরবর্তী যুদ্ধ হবে দেশীয় অস্ত্র দিয়ে এবং জিতব আমরাই, দাবি সেনাপ্রধান বিপিন রাওয়াতের

পরবর্তী লড়াই হবে দেশীয় অস্ত্র দিয়ে এবং জিতব আমরা, দাবি বিপিন রাওয়াতের

Google Oneindia Bengali News

সশস্ত্র বাহিনীতে এবার প্রবেশ করতে চলেছে দেশীয় প্রযুক্তি। সেনাপ্রধান বিপিন রাওয়াত এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল মঙ্গলবার জানান যে এই প্রযুক্তি যোগ হওয়ার পর ভারত তার শত্রুদের যোগ্য জবাব দিতে পারবে।

পরবর্তী লড়াই হবে দেশীয় অস্ত্র দিয়ে এবং জিতব আমরা, দাবি বিপিন রাওয়াতের


দিল্লিতে হওয়া ৪১তম ডিআরডিও ডিরেক্টর সম্মেলনে গিয়ে বিপিন রাওয়াত জানান, ভারত পরবর্তী যুদ্ধে দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া অস্ত্র নিয়ে লড়বে এবং জয়লাভ করবে। ভবিষ্যৎ যুদ্ধের জন্য তৈরি হওয়ার এটি সঠিক সময় বলে মনে করেন তিনি। সেনা প্রধান বলেছেন, '‌ভবিষ্যতের লড়াইয়ের জন্য আমরা বিভিন্ন পদ্ধতিগুলির দিকে তাকিয়ে রয়েছি। আমাদের সাইবার, স্পেস, লেজার, ইলেকট্রনিক এবং রোবোটিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ শুরু করতে হবে।’ ডিআরডিও সেনাবাহিনীকে আরও মজবুত ও সৃজনশীল পদ্ধতিতে গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি। ‌

ডিআরডিও সম্মেলনে জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল বলেন, '‌অত্যাধুনিক পদ্ধতির মধ্য দিয়েই সেনাবাহিনী মানবজাতির ভাগ্যের সিদ্ধান্ত নিয়েছে। কেবলমাত্র উচ্চ–প্রযুক্তি বাহিনীই এটি করতে পারে। এ ক্ষেত্রে ভারতের নিজস্ব ইতিহাস নিরাশাজনক। আমরা এতে রানার আপ হয়েছি, রানার আপের জন্য কোনও পুরস্কার নেই।’‌

অজিত ডোভাল আরও বলেন যে, '‌আপনি আপনার প্রতিদ্বন্দীর থেকে নয় যোগ্য হবেন অথবা আপনি তার সামনে দাঁড়াতেই পারবেন না। আজকের সময়ে আধুনিক প্রযুক্তি এবং অর্থই ‌রাজনীতিকে প্রভাবিত করে। যার এই দু’‌টির ওপরই জোর রয়েছে, সেই প্রতিদ্বন্দীর সঙ্গে জিততে পারবে। প্রযুক্তি আজকের যুগে খুবই গুরুত্বপূর্ণ।’‌

অমিত শাহের সঙ্গে সৌরভের কী কথা হয়েছে! বিসিসিআই প্রধান ইস্যুতে জানালেন বঙ্গসন্তানঅমিত শাহের সঙ্গে সৌরভের কী কথা হয়েছে! বিসিসিআই প্রধান ইস্যুতে জানালেন বঙ্গসন্তান

English summary
Doval said armies that were better equipped have always decided the destiny of mankind and India historically has always been a runner-up. “There is no trophy for the runner up.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X