For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সাহায্য চাইলেন বিমান বসু! বনধ সমর্থনে মোদীকে ঘুঁটি সাজিয়ে মোক্ষম চাল

বনধ সমর্থন করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাইলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বুধবার বনধের সমর্থনে উত্তর ২৪ পরগনার বারাসতের এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দ্যেশে বার্তা দেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

বনধ সমর্থন করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাইলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বুধবার বনধের সমর্থনে উত্তর ২৪ পরগনার বারাসতের এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দ্যেশে বার্তা দেন তিনি। একইসঙ্গে সিটুর তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। তবে সে চিঠির উত্তর মেলেনি এখনও।

মমতার সাহায্য চাইলেন বিমান বসু! বনধ সমর্থনে মোদীকে ঘুঁটি সাজিয়ে মোক্ষম চাল

৮ ও ৯ জানুয়ারি মোদী সরকারের জনবিরোধী নীতি-সহ বিভিন্ন ইস্যুতে ৪৮ ঘণ্টার বনধ ডাকে বামপন্থী দলগুলি। সেই বনধের সমর্থনেই সভা চলছিল বারাসতে। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিমান বসু চ্যালেঞ্জ ছোড়েন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, সত্যিই যদি আপনি মোদীর বিরোধী হন, তবে বামেদের বনধকে সমর্থন করুন।

[আরও পড়ুন:মহম্মদের শিবভক্তি! রাজস্থানের মুসলিম মন্ত্রীমশাইয়ের মন্দিরে পুজোর ছবি মুহূর্তে ভাইরাল][আরও পড়ুন:মহম্মদের শিবভক্তি! রাজস্থানের মুসলিম মন্ত্রীমশাইয়ের মন্দিরে পুজোর ছবি মুহূর্তে ভাইরাল]

এদিনই সিটুর তরফে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে- এই ধর্মঘটে রাজ্যে সরকারের বিরুদ্ধে কোনও বক্তব্য নেই। মোদী সরকারের বিরোধিতায় এই বনধ ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী যদি ফেডারেল ফ্রন্টের মুখ হন, তবে এই বনধকে সমর্থন করুন। তাহলেই প্রমাণ হয়ে যাবে তিনি ১০০ শতাংশ মোদী বিরোধী।

[আরও পড়ুন:মশকরায় বাজিমাত রাহুলের! স্পিকারের বার্তায় সংসদে অনিল আম্বানি হলেন 'ডাবল এ'][আরও পড়ুন:মশকরায় বাজিমাত রাহুলের! স্পিকারের বার্তায় সংসদে অনিল আম্বানি হলেন 'ডাবল এ']

উল্লেখ্য, রাজ্যে পরিবর্তনের জমানায় ধর্মঘট-বিরোধী নীতি নিয়েছে তৃণমূল। গত আট বছরে তাই কোনও বনধ ডাকেনি তৃণমূল। কোনও বনধকে সমর্থনও করেননি। সমস্ত বনধ ব্যর্থ করতচে কোমর বেঁধে নেমেছে রাজ্য সরকার। প্রশাসন উদ্যোগী হয়ে বনধ ব্যর্থ করেছে। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর বনধ বিরোধিতা করার সুযোগ নেই বলে চ্যালেঞ্জ ছুড়লেন বিমান বসু ও বামপন্থীরা।

[আরও পড়ুন:উড়ল কাগুজে বিমান, সাসপেন্ড ২৬ সাংসদ, সারাদিন হুলুস্থুল কাণ্ড সংসদে ][আরও পড়ুন:উড়ল কাগুজে বিমান, সাসপেন্ড ২৬ সাংসদ, সারাদিন হুলুস্থুল কাণ্ড সংসদে ]

English summary
Left front chairman Biman Basu throws challenge to Mamata Banerjee on support of Strike. LF calls strike against Narendra Modi government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X