For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

GTA নির্বাচন নিয়ে মমতা তৎপর হতেই বেঁকে বসলেন বিমল গুরুং,বিজেপিতে যোগের জল্পনা তুঙ্গে

GTA নির্বাচন নিয়ে মমতা তৎপর হতেই বেঁকে বসলেন বিমল গুরুং,বিজেপিতে যোগের জল্পনা তুঙ্গে

Google Oneindia Bengali News

জিটিএ নির্বাচনের তৎপরতা শুরু হতেই বেসুরো বিমল গুরুং। বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। এমনই শোনা যাচ্ছে পাহাড়ে। একুশের ভোটের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে পাহাড়ে ফিরেছিলেন তিনি। তারপরেই হঠাৎ করে কী এমন ঘটল েয তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগদানের তোরজোর শুরু করে দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বিমল গুরুংকে নিয়ে রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়ে গিয়েছে।

বিমল গুরুং বিজেপিতে যোগে জল্পনা

বিমল গুরুং বিজেপিতে যোগে জল্পনা

বিজেপিতে যোগ দিতে চলেছেন বিমল গুরুং। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরের মধযেই এই নিয়ে তুমুল জলপনা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর জিটিএ নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর হতেই বেঁকে বসেছেন বিমল গুরুং। তিনি নাকি চাইছেন না জিটিএ নির্বাচন। প্রতিবাদে রীতিমত অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাহাড়ের সমস্যা সমাধানে ২ এপ্রিল একটি আলোচনা সভা েডকেছেন তিনি। তাতে আমন্ত্রণ জানানো হয়েছে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তকে। তাতে সম্মতি দিয়েছেন বিজেপি সাংসদ। তারপরেই বিমল গুরুংয়ের বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়ে গিয়েছে।

জিটিএ নির্বাচনের তৎপরতা

জিটিএ নির্বাচনের তৎপরতা

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পাহাড় সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ দিনের পাহাড় সফরে একাধিক কর্মসূচি ছিল তাঁর। তারমধ্যে অন্যতম হামরো পার্টির সঙ্গে বৈঠক এবং জিটিএ নির্বাচন নিয়ে আলোচনা করা। সেই মত জিটিএ নিরবাচন নিয়ে তৎপর হন তিনি। এপ্রিল মাসেই জিটিএ নির্বাচনের দিন ঘোষণা করা হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের সমস্যা সমাধানে জিটিএ নতুন করে কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

 নির্বাচনের বিরোধিতায় মোর্চা

নির্বাচনের বিরোধিতায় মোর্চা

এদিকে মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচন নিয়ে তৎপর হতেই তার বিরোধিতা শুরু করে দিয়েছে মোর্চা। রোশন গিরি সহ একাধিক মোর্চা নেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নির্বাচনের বিরোধিতা করেছে। সেই সঙ্গে পাহাড়ের স্বায়ত্ব শাসন দাবি করেছে তারা। রোশন গিরির এই বিরোধিতার সুরেই বিমল গুরুংয়ের বার্তা লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। একুশের ভোটে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়ে পাহাড়ে ফিরেছিলেন বিমল গুরুং। তারপর থেকে মোর্চা কার্যত দুই ভাগ হয়ে গিয়েছিল। ভোটের আগেই মোর্চা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিনয় তামাং। তিনি কিছুতেই বিমল গুরুংয়ের মোর্চায় ফিরে আসা মেনে নিতে পারছিলেন না।

জিটিএ নির্বাচন রুখতে বিজেপির আশ্রয়

জিটিএ নির্বাচন রুখতে বিজেপির আশ্রয়

একুশের ভোটের আগে থেকেই পৃথক রাজ্যের দাবি উঠতে শুরু করেছিল। উত্তরবঙ্গের উন্নয়ের জন্য পৃথক রাজ্যের দাবি জানিয়েছিলেন উত্তরবঙ্গের বিজেপি সাংসদরা। ২ এপ্রিল কালিম্পঙে যে কনভেনশনের ডাক দিয়েছেন গুরুং তাতে নতুন করে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে বিমল গুরুংয়ের। রাজু বিস্তের সাহায্যে জিটিএ নির্বাচন আটকানোর পরিকল্পনায় রয়েছেন তিনি। জিটিএ নির্বাচন নিয়ে কেন্দ্রের কাছে যাতে নালিশ জানায় বাজেপি সাংসদ সেই পরিকল্পনায় রয়েছেন বিমল গুরুং।

English summary
Bimal Gurung may join BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X