For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে কোটিপতিদের 'কন বনেগা বিধায়ক' খেলা, বিস্তারিত জানুন

নবনির্বাচিত কর্ণাটক বিধানসভায় ২১৫ জন বা ৯৭ শতাংশ বিধায়কই কোটিপতি, এছাড়া ৭৭ জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা আছে।

Google Oneindia Bengali News

এ যেন কোটিপতিদের 'কন বনেগা বিধায়ক' খেলা। নবনির্বাচিত কর্ণাটক বিধানসভায় কত কোটিপতি এলেন, জানেন? অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর রিপোর্ট বলছে ২২৪ জনের বিভানসভায় ২১৫ জনই অর্থাৎ ৯৭ শতাংশ বিধায়কই কোটিপতি! অবশ্য এই বিপুল সংখ্যক কোটিপতির পাশাপাশি 'অপরাধী' বিধায়কের সংখ্যাটাও নেহাত কম নয়। এই একই রিপোর্টে জানানো হয়েছে ৭৭ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। এর আগের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ৭৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। অর্থাৎ এবার অপরাধী বিধায়কের সংখ্যাটা আরও বেড়েছে।

কোটিপতিদের কন বনেগা বিধায়ক খেলা

এবারের অভিযুক্ত ৭৭ জন বিধায়কের মধ্যে ৫৪ জন (২৪ শতাংশ)-এর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। হত্যার চেষ্টা, অপহরণের মতো অভিযোগ রয়েছে এঁদের বিরুদ্ধে। গতবার এই সংখ্যাটা ছিল ৩৯ জন (১৭ শতাংশ)। বিজেপি এবার কর্ণাটকার বিধানসভা ভোটে সর্ববৃহত দল হয়েছে। তাঁদের অভিযুক্ত বিধায়কের সংখ্যাটাও বেশি। ১০৩ জন জয়ী বিজেপি বিধায়কের মধ্যে ২৯ জন (২৮ শতাংশ)-ই গুরুতর অপরাধে অভিযুক্ত বলে জানিয়েছেন। শতাংশের হিসেবে সামান্য পিছনে কংগ্রেস, ৭৮ জন জয়ী বিধায়কের মধ্যে ১৭ জন (২২ শতাংশ)। এছাড়াও জেডি(এস)-এর ৩৭ জন বিধায়কের মধ্যে ৮ জন (২২%) নির্বাচনের আগে দাখিল করা হলফনামায় তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অঅপরাধের মামলা থাকার কথা জানিয়েছিলেন।

এবার আসা যাক বড়লোক বিধায়কদের কথায়। বিলিয়নিয়ার অর্থাৎ ১০০ কোটিরও বেশি সম্পত্তির মালিকের কিন্তু অভাব নেই এবারের কর্ণাটক বিধানসভায়। বিজেপির একজন, কংগ্রেসের ১১ জন, জেডি(এস)-এর ৩ জন এবং কেপিজেপির ১ জন মিলিয়ে মোট ১৬ জন বিলিয়নিয়ার থাকছেন এবারের কর্ণাটক বিধানসভায়। বাকিরা তাঁদের মতো বিপুল সম্পতত্তির মালিক না হলেও খিব একটা পিছিয়ে নেই। এবারের কর্ণাটক বিধানসভার বিধায়কদের গড় সম্পত্তির পরিমাণটাই ৩৪.৪৯ কোটি! ২০১৩-য় যা ছিল ২৩.৫৪ কোটি। অর্থাৎ এবার গড় সম্পত্তির পরিমাণটা ১০ শতাংশেরও বেশি বেড়েছে।

সবচেয়ে ধনী বিধায়ক কংগ্রেসের নাগারাজু (এমটিবি), তাঁর সম্পত্তির পরিমাণ ১,০১৫ কোটি টাকা! তারপরেই আছেন কংগ্রেসের আরেক এমএলএ ডি কে শিবকুমার, সম্পত্তি ৮৪০ কোটি টাকার। ৪১৬ কোটি টাকা মূল্যের সম্পত্তি নিয়ে তালিকায় তৃতীয় কংগ্রেসেরই সুরেশ বি এস।

সবচেয়ে গরীব বিধায়ক কে জানেন? বিজেপি বিধায়ক এস এ রামদাস। তবে তাঁরও সম্পত্তি ৩৬ লক্ষ টাকার। এই তালিকায় দ্বিতীয় হলেন জেডি (এস) -এর এ এস রবীন্দ্র, যাঁর সম্পত্তির পরিমাণ ৬৮ লক্ষ টাকা। কর্ণাটকের তৃতীয় 'গরীব' বিধায়ক বিজেপির কোললেগের জয়ী প্রার্থী এন মহেশ। তাঁর সম্পত্তি ৭৫ লক্ষের বলে জানিয়েছেন তিনি।

English summary
There are 215 or 97 per cent crorepatis in the newly elected Karnataka legislative assembly. also 77 are charged i n criminal cases.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X