For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়েতে টাকার অপচয় রুখতে আসছে মোদী সরকারের নয়া বিল

বিয়েতে পাঁচ লক্ষ টাকার বেশি খরচ করলে তার দশ শতাংশ কর হিসাবে দিতে হবে গরিব পরিবারের মেয়ের বিয়েতে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : ভাবছেন শীতকালে মেয়ের বিয়েতে ঘটা করে আয়োজন করবেন ? নিমন্ত্রনের তালিকায় কাউকে বাদ দেবেন না! কিম্বা খাওয়াদাওয়ার তালিকায় কোনও নামী দামী পদের কমতি রাখবেন না ? এমন যদি পরিকল্পনা থেকে থাকে, তাহলে মোদী সরকারের আসন্ন বিল আপনার মন খারাপ করে দিতে পারে।[(ছবি) V Day স্পেশাল : এই দিনেই বিয়ে করেছেন এই বিখ্যাত সেলেবসরা]

মোদী সরকারের আসন্ন বিল আইনে পরিণত হলে, সেই আিন অনুযায়ী বিয়েতে পাঁচ লক্ষ টাকার বেশি খরচ করলে তার ১০ শতাংশ কর হিসাবে দিতে হবে গরিব পরিবারের মেয়ের বিয়েতে। এই বিল এর আগে কংগ্রেসের সাংসদল রঞ্জিতা রঞ্জন এনেছিলেন, যিনি সম্পর্কে সাংসদ পাপ্পু যাদবের স্ত্রী।[প্রথমবার বিয়ের পিঁড়িতে বসা বউ ঘর করেছেন তিন স্বামীর]

বিয়েতে ৫ লক্ষ টাকার বেশি খরচ করলে দিতে হবে কর, আসছে নতুন বিল

'কম্পালসারি রেজিস্ট্রেশন অ্যান্ড প্রিভেনশন অফ ওয়েস্টফুল এক্সপেনডিচার ২০১৬' নামক এই নতুন বিল, আগামী অধিবেশনেই আনা হতে পারে সংসদে। এই বিলকে আইনে পরিণত করার মাধ্যমে, ভারতে বিয়ের ক্ষেত্রে যে জিনিসপত্র ,খাবারদাবার অপচয় হয় তা রোখার উদ্যোগ নিতে চলেছে মোদী সরকার।[(ছবি) জলের তলায় আংটি বদল, বিয়ের প্রতিজ্ঞা দম্পতির, ভারতে এই প্রথম!]

রঞ্জিতা জানান, আজকাল বিয়েতে প্রতিপত্তি দেখানোর হিড়িক বেশি। তাতে গরিব ঘরের মেয়ের বিয়েতে চাপ পড়ছে। সমাজের পক্ষে এটা মঙ্গলজনক নয়। এদিকে, বিল অনুযায়ী, কেউ যদি বিয়েতে ৫ লক্ষ টাকার বেশি খরচ করে, তাহলে সংশ্লিষ্ট পরিবারের তরফে সরকারের কাছে ঘোষণা করতে হবে কোন খাতে টাকা খরচ হতে চলেছে।[বিয়ের প্রস্তাব পেলেন বাবা রামদেব?]

English summary
A Bill in the Lok Sabha seeks to put a limit on the number of guests to be invited and dishes to be served in weddings to check “show of wealth” and wants those spending above ₹5 lakh to contribute towards marriages of poor girls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X