For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানী দিল্লির ওপর কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বাড়ানোর পথে বড় পদক্ষেপ লোকসভায়

  • |
Google Oneindia Bengali News

রাজধানী দিল্লির ওপর কেন্দ্রের ক্ষমতা আরও বাড়াতে মোদী সরকার যে বিল আনার কথা আগেই জানিয়েছিল তাতে প্রবল বিরোধিতার রাস্তা নিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 'গভরমেন্ট অফ দ্য ন্যাশনাল টেরিটোরি অফ দিল্লি ২০২১' (সংশোধনী) শীর্ষক এই বিলে কেন্দ্রীয় সরকারকে দিল্লির ওপর আরও বেশি ক্ষমতাশালী করার বার্তা দেওয়া রয়েছে। আর সেই বিল এদিন লোকসভায় পাশ হয়েছে। যার প্রবল বিরোধিতায় নামে অরবিন্দ কেজরিওয়াল সরকার।

রাজধানী দিল্লির ওপর কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বাড়ানোর পথে বড় পদক্ষেপ সংসদে

এই বিলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটি সরকার ও মনোনীত দিল্লির লেফ্টন্যান্ট গভর্নরের ক্ষমতা কতটা থাকবে তা বিবরণ দেওয়া রয়েছে। কেন্দ্রের দাবি আগে এই সংক্রান্ত বিলে কিছু দ্বত্যার্থক বার্তা ছিল। যার ফলে এক্তিয়ারের প্রশ্নে প্রশাসনের কাজ করতে সমস্যা হচ্ছিল। সেই জায়গা থেকে এই বিলে সংশোধনী আনে কেন্দ্র। এই সংশোধনীর হাত ধরে যাতে দিল্লিবাসীর সুবিধা করা যায় সেই মর্মে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, ঘটনার বিরোধিতা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এই বিল দিল্লিবাসীর কাছে একটি অপমান। তিনি বলেন, এই বিলের হাত ধরে নির্বাচিত সরকারের থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। কেজরিওয়াল বিরোধিতার সুর চড়িয়ে নিজের টুইটে লেখেন, ' এই বিল তাদের ক্ষমতা বাড়াচ্ছে যারা ভোটে হেরে গিয়েছে।' প্রসঙ্গত, সর্বশেষ দিল্লির ভোটে বিজেপি পরাস্ত হয়। আর সেই ভোটকেই যে অরবিন্দ কেজরিওয়াল নিজের টুইটে উল্লেখ করেছেন, তা বলাই বাহুল্য। নিজের টুইটের শেষে কেজরিওয়াল লেখেন 'বিজেপি মানুষকে ঠকিয়েছে।'

English summary
Bill giving Centre more power over Delhi gets Lok Sabha nod
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X