For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১১ জনের যাবজ্জীবনের সাজা বহাল বম্বে হাইকোর্টে

২০০২ সালে গুজরাত দাঙ্গার সময়ে ঘটা বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে নিম্ন আদালতের দেওয়া ১১জনের যাবজ্জীবন কারাবাসের সাজা বহাল রাখল বম্বে হাইকোর্ট। সবমিলিয়ে মোট ১৮ জনের সাজার নির্দেশ দিল আদালত।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৫ মে : ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময়ে ঘটা বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে নিম্ন আদালতের দেওয়া ১১জনের যাবজ্জীবন কারাবাসের সাজা বহাল রাখল বম্বে হাইকোর্ট। সেই ঘটনায় বিলকিস বানু নামে এক মহিলাকে গণধর্ষণ ও তাঁর পরিবারের সদস্যদের খুনের অভিযোগ উঠেছিল।

এই ঘটনায় মুক্তি পাওয়া ৫ পুলিশ অফিসার ও ২ চিকিৎসকেরও যাবজ্জীবনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এই পুলিশ অফিসারদের ও চিকিৎসকদের বিরুদ্ধে প্রমাণ চাপা দেওয়া ও লোপাটের অভিযোগ ছিল। সবমিলিয়ে মোট ১৮ জনের সাজার নির্দেশ দিল আদালত।

বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১১ জনের যাবজ্জীবনের সাজা বহাল বম্বে হাইকোর্টে

২০০২ সালে গুজরাতে গোধরা কাণ্ডের পর আহমেদাবাদের কাছে একটি গ্রামে বিলকিস বানোর উপরে হামলা চালায় একদল দুষ্কৃতী। গর্ভবতী বিলকিস বানোকে ধর্ষণ করা হয়। এরপর তাঁর মা ও বোনকেও ধর্ষণ করা হয়। এবং তাঁর পরিবারের মোট ৭ জনকে খুন করা হয়।

২০০৮ সালের ২১ জানুয়ারি বিশেষ আদালতের রায়ে এই মামলায় ১২ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তার মধ্যে একজন মারা গিয়েছে। বাকী ১১ জন বম্বে হাইকোর্টে শাস্তির বিরুদ্ধে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতেই নিম্ন আদালতের রায় বহাল রাখল উচ্চ আদালত।

English summary
Bilkis Bano gangrape case verdict: Bombay HC upholds life for 11
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X