For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বোধনের আগেই ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে বাইকারদের স্টান্ট! স্মার্ট হাইওয়ে কী নিরাপদ

উদ্বোধনের একদিন আগেই ইস্টার্ণ পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে বাইক আরোহীদের স্টান্ট প্রদর্শন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

Google Oneindia Bengali News

আজ রবিবারই, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে-র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ঠিক তার আগের দিন, অর্থাৎ শনিবার রাতে এই হাইওয়েতে একদল অজ্ঞাত পরিচয় বাইক-আরোহীকে স্টান্ট করতে দেখা গেছে । এই ঘটনার একটি ভিডিও সামনে এসে প্রশ্ন উঠেছে গর্বের হাইওয়েটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে বাইকারদের স্টান্ট!

এই ভিডিওতে দেখা গিয়েছে বেশ কয়েকজন ব্যক্তি রাত্রীবেলা এক্সপ্রেসওয়ের একপাশের রাস্তায় মনের সুখে বাইকের নানা কসরত করে দেখাচ্ছে। একে অন্যকে চ্যালেঞ্জ করছে। সূত্রের দাবি ভিডিওটি শনিবার রাতেই তোলা হয়েছে। গাজিয়াবাদের দাসানা এলাকায় ওই কাণ্ড চলছিল। এদিকে আজ সকালেই প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করেছেন এই হাইওয়ের। উদ্বোধনস্থল থেকে দাসানার ওই এলাকাটি মাত্র কিলোমিটার দুয়েক দূরে। কাজেই বিঘ্নিত হতে পারত তাঁর নিরাপত্তাও।

এদিন জনসাধারণের ব্যবহারের জন্য হাইওয়েটি খুলে দেওয়া হয়েছে। জানানো হয়েছে রেকর্ড ৫০০ দিনের মধ্যেই এর কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু আসল ঘটনা হল এই এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে এখনও নির্মাণের কাজ চলছে। তাই সেসব জায়গা দিয়ে সহজেই যে কেউ উঠে আসতে পারেন এই হাইওয়েটিতে। অনুমান করা হচ্ছে দাসানার আশপাশেও এরকমই কোনও ফাঁক গলে ইস্ট্রার্ণ পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে উঠে আসে এই বাইক আরোহীরা।

এদিন ঘটনাস্থলের কাছেই একটি জায়গায় হাইওয়েটির উদ্বোধন করেন মোদী। তারপর আত কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে চলে তাঁর রোড শো। ভগতপতে পৌঁছে তিনি এক জনসমাবেশেও যোগ দেন। সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি, উত্তর প্রদেশএর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহারলাল খট্টর সহ আরও অনেকে।

ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে পরবর্তীকালে ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হয়ে দিল্লির চারপাশে ২৭০ কিলোমিটার দীর্ঘ একটি রিং রোড হবে। যার ৮৭ কিলোমিটার যাবে উত্তরপ্রদেশের মধ্য দিয়ে, আর প্রায় ১৮৩ কিলোমিটার বিস্তৃত থাকবে হরিয়ানা রাজ্যের মধ্যে। তবে শুধু যোগাযোগের উন্নতি নয়, আরও বিভিন্ন কারণেই এই পরিবেশবান্ধব সবুজ হাইওয়েটি অত্যন্ত আকর্ষণীয়।

English summary
Bikers' stunts on the Eastern Peripheral Expressway a day before the inauguration raised questions about the safety.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X