For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Budget 2022: জিএসটি কমিয়ে আরও সস্তা হবে এবার বাইক-স্কুটারের দাম? নজরে নির্মলার বাজেট

আর এর মধ্যে পেশ হতে চলেছে বাজেট (Budget 2022)। এই বাজেটকে ঘিরে একাধিক প্রত্যাশা মানুষের। অটোমোবাইল ডিলারের সংগঠন FADA স্কুটার কিংবা বাইকের উপর থেকে জিএসটি (GST Rate Cut on Two Wheelers) কমানো দাবি জানিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ! আর এর মধ্যে পেশ হতে চলেছে বাজেট (Budget 2022)। এই বাজেটকে ঘিরে একাধিক প্রত্যাশা মানুষের।

অটোমোবাইল ডিলারের সংগঠন FADA স্কুটার কিংবা বাইকের উপর থেকে জিএসটি (GST Rate Cut on Two Wheelers) কমানো দাবি জানিয়েছে।

কমিয়ে ১৮ শতাংশ করার দাবি জানানো হয়েছে। সংগঠনের দাবি, করোনা পরিস্থিতিতে বাইক কিংবা স্কুটার বিক্রিতে অনেকটাই ঘাটতি দেখা দিয়েছে। যদিও এই অবস্থায় কিছুটা জিএসটিতে ছাড় দেওয়া যায় তাহলে অনেকটাই দাম কমতে পারে দাম। আর তাতে আবার দু'চাকার যান বিক্রি বাড়তে পারে বলে দাবি।

কমাতে হবে জিএসটি

কমাতে হবে জিএসটি

FADA এর তরফে জানানো হচ্ছে যে, দুই চাকার যান luxury products-এর মধ্যে পড়ে না। আর সেই কারনে জিএসটি কমানো যেতেই পারে অটোমোবাইল ডিলারদের সংগঠন FADA-এর সারা ভারতে কয়েক হাজার সদস্য রয়েছে। প্রত্যেক রাজ্যেই কার্যত সংগঠনের সংগঠন আছে। অ্যাসোসিয়েশনের তরফে (Finance Ministry) অর্থমন্ত্রকে ইতিমধ্যে তাঁদের এই আবেদন জানানো হয়েছে। সংগঠনের দাবি, জিএসটি কমিয়ে ১৮ শতাংশ করতে হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামী ১লা ফেব্রুয়ারি (FM Nirmala Sitharaman) বাকেট পেশ করবেন।

GST কমালে কমবে দাম

GST কমালে কমবে দাম

FADA এর তরফে দাবি, দুই চাকার যান কখনই বিলাশবহুল দ্রব্যের মধ্যে পড়ে না। করোনা অবস্থায় মানুষের যাতায়াতের সমস্যা রয়েছে। শুধু তাই নয়, সাধারণ মানুষ প্রত্যেকদিনের কাজ অনেকটাই বাইকের মাধ্যমে সারতে হয়। বর্তমানে বাইক কোম্পানিগুলি যেভাবে দাম বাড়িয়েছে বাইক কিংবা স্কুটারের তা মধ্যবিত্তের বাইরে। আর সেখানে দাঁড়িয়ে জিএসটি'র সঙ্গে ২ শতাংশ Cess বসানোটা ঠিক নয় বলে দাবি সংগঠনের। সেস বিলাশবহুল দ্রব্যের উপর বসানো হয়। এই অবস্থায় যদি জিএসটি কিছুটা কমানো হয় তাহলে কিছুটা হলেও দাম কমবে বলে মনে করছে অ্যাসোসিয়েশন। শুধু তাই নয়, এতে ফের একবার বিক্রি বাড়বে বলেও দাবি।

১০ বছরে সবথেকে কম বিক্রি

১০ বছরে সবথেকে কম বিক্রি

SIAM-এর তরফে সম্প্রতি একটি রিপোর্ট সামনে নিয়ে আসা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মোটর সাইকেল, স্কুটার কিংবা মোপেডের বিক্রি (Domestic two wheeler sales) ক্রমশ নিচের দিকে নামছে। প্রকাশিত রিপোর্টে স্পষ্ট এপ্রিল ২০২১ থেকে ডিসেম্বরের মধ্যে দুই চাকার যানের বিক্রি গত এক দশকের মধ্যে একেবারে নুন্যতম স্তরে পৌঁছে গিয়েছে বিক্রি। এই সময়ে ২০২০ সালের থেকেও বিক্রি একেবারে কমে গিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে এখন সরকারের দিকেই নজর সবপক্ষের।

English summary
Bike Scooter price to be cheap in Budget 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X