For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডবল ইঞ্জিনের গতিতে ছুটবে বিহারের এনডিএ সরকার, শেষ পর্বের ভোটের আগে চিঠি লিখে বার্তা মোদীর

ডবল ইঞ্জিনের গতিতে ছুটবে বিহারের এনডিএ সরকার, শেষ পর্বের ভোটের আগে চিঠি লিখে বার্তা মোদীর

  • |
Google Oneindia Bengali News

বিহারের শেষ পর্বের নির্বাচনের আগে হাতে মেরে কেটে বাকী ৪৮ ঘণ্টারও কম সময়। এবার তার আগেই শেষ মহূর্তের নির্বাচনী প্রচারে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী। তৃতীয় পর্বের নির্বাচনে এনডিএ জোট প্রার্থীদের সমর্থনের জন্যই টুইটারেই চিঠি লিখে পোস্ট করলেন নরেন্দ্র মোদী।

উন্নয়নের জন্য চাই নীতীশকেই

উন্নয়নের জন্য চাই নীতীশকেই

ওই চিঠিতে আগামীতে বিহারের সামগ্রিক উন্নয়নেরও প্রতিশ্রুতি দিতে দেখা যায় ট্রাম্পকে। চার পাতার হিন্দি চিঠির শুরুতেই তিনি লেখেন, " বিহারের উন্নয়নের পথে কোনও বাধা নেই যাতে। কিন্তু উন্নয়নমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের জন্য ও সমস্ত কর্মসূচী নিশ্চিত করতে আবারও বিহারবাসীর নীতীশ কুমারকেই প্রয়োজন।" বিহারের উন্নতিতে বিগত বছরগুলিতে বিজেপিও কী ভাবে সহায়ক ভূমিকা পালন করে তারও অবতারণা করতে দেখা যায় মোদীকে।

ডবল ইঞ্জিনের গতিতে ছুটবে বিহারের জেডিইউ-বিজেপি সরকার

ডবল ইঞ্জিনের গতিতে ছুটবে বিহারের জেডিইউ-বিজেপি সরকার

অন্যদিকে বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট আগামীতেও উন্নয়নের রাস্তায় ডবল ইঞ্জিন গাড়ির মতোই দৌড়াবে বলেও সুর চড়াতে দেখা যায় মোদীকে। দুই শুভ শক্তি একজোট হওয়ায় বিহারের উন্নয়নের বিজয় রথ আগামীতেও তরতর করে এগিয়ে চলবে বলেও এই চিঠিতেই স্পষ্ট বার্তা দিতে দেখা যায় মোদীকে। এমনকী ফের আরও একবার বিহারে এনডিএ জোট সরকার ক্ষমতায় এলে উন্নয়নের নিরিখে দেশের মধ্যে অন্যতম প্রধান মাইলস্টোন হবে বিহার, এমনটাই মত মোদীর।

 ৭৮ টি আসনে ভোটগ্রহণ শুরু শনিবার

৭৮ টি আসনে ভোটগ্রহণ শুরু শনিবার

প্রসঙ্গত উল্লেখ্য আগামী শনিবার বিহার বিধানসভার মোট ২৪৩টি আসনের মধ্যে ৭৮ আসনে ভোট গ্রহণ হতে চলেছে। এদিকে এই নির্বাচনেই এনডিএ জোটের উল্টোদিকে বিরোধী মহাজোটে রয়েছে কংগ্রেস-আরজেডি-বামেরা। চূড়ান্ত ফলপ্রকাশ হবে আগামী ১০ই নভেম্বর।

জাতপাতের নামে নয়, ভোট হচ্ছে উন্নয়নের নামে

এদিকে জাতপাতের নিরিখে ভোটের ক্ষেত্রে দেশের মধ্যে বরাবরই শীর্ষস্থানে থেকেছে বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি। পদপ্রার্থী নির্বাচন হোক বা ভোটের ঘুঁটি সাজানো চলতি বিহার নির্বাচনের প্রেক্ষাপটে রাজ্যের আনাচে-কানাচে ঢুঁ মারলেই সেই প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। আর এই কাজে পিছিয়ে নেই শাসক বিরোধী কোনও দলই। এদিকে টুইটারে পোস্ট করা চিঠিতেই যেন কার্যত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে মোদী বলেন, " বিহারে জনগণ আইন-শৃঙ্খলা, সততা এবং স্বনির্ভরতার পক্ষে ভোট দিচ্ছে। এবারের ভোট জাতপাতের নামে নয়, ভোট হচ্ছে উন্নয়নের নামে।"

বিহারের তৃতীয় দফার ভোট: ২০১৫ সালের নির্বাচনী ফলাফল ও কিছু রাজনৈতিক পরিসংখ্যান একনজরে বিহারের তৃতীয় দফার ভোট: ২০১৫ সালের নির্বাচনী ফলাফল ও কিছু রাজনৈতিক পরিসংখ্যান একনজরে

English summary
Ahead of the third round of elections in Bihar, Narendra Modi wrote a letter on Twitter campaigning for the NDA alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X