For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সুনীলাদেবীর শরীরে কোভ্যাক্সিন-কোভিশিল্ডের টিকা! এরপর কী হল জানেন

মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের টিকা মহিলাকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। একই সঙ্গে প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাও। জানা গিয়েছে, সুনীলা দেবী নামে ওই মহিলাকে এখন নজরদার

  • |
Google Oneindia Bengali News

মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের টিকা মহিলাকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। একই সঙ্গে প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাও। জানা গিয়েছে, সুনীলা দেবী নামে ওই মহিলাকে এখন নজরদারিতে রেখেছেন চিকিৎসকরা।

পাঁচ মিনিটের ব্যবধানে সুনীলাদেবীর শরীরে দুটি ভ্যাকসিন!

পাঁচ মিনিটের ব্যবধানে দুটি আলাদা ভ্যাকসিন এভাবে নেওয়ার পর শারীরিক ভাবে কোনও পরিবর্তন হচ্ছে কিনা সে বিষয়টির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত ওই মহিলা সুস্থই রয়েছে বলে জানা গিয়েছে। জ্বর কিংবা এলার্জির কোনও সমস্যাও এখনও দেখা যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে নজর রাখছেন চিকিৎসকরাও।

গত ১৬ তারিখ বিহারের প্রত্যন্ত এক এলাকা পুনপুনে গ্রামে ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এক সংবাদ মাধ্যমে সুনীলা দেবী জানিয়েছেন, গত ১৬ তারিখ গ্রামের বেলদারিচক স্কুলের ভ্যাকসিনেশন ক্যাম্পে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁকে ভ্যাকসিন নেওয়ার আগে সমস্ত প্রক্রিয়া শেষ করতে বলেণ।

আর তা শেষ হওয়ার পর বসেছিলেন সুনীলা দেবী। এরপর চিকিৎসকরা তাঁকে কোভিশিল্ডের ডোজ দিয়ে যায়। আর সেই ডোজ নেওয়ার পর পাঁচ মিনিট বসে থাকার কথা ওই মহিলাকে জানান স্বাস্থ্যকর্মীরা।

ভ্যাকসিন নেওয়ার পর শারীরিক ভাবে কোনও সমস্যা হচ্ছে কিনা তা দেখার জন্যে সুনীলা দেবীকে বসতে বলা হয়।

অভিযোগ, সেই সময় আরও এক নার্স তাঁকে এসে আরও একটি ইঞ্জেকশণ দিয়ে যায় বলে দাবি সুনীলা দেবীর। তিনি জানিয়েছেন, প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। পড়ে জানা যায় আরও একটি ভ্যাকসিনের ডোজ তাঁর শরীরে দেওয়া হয়েছে বলে দাবি সুনীলাদেবীর। আর সেটি হল কোভ্যাক্সিন।

তবে তা দেওয়ার আগে সংশ্লিষ্ট ওই নার্সকে কোভিশিল্ড দেওয়ার বিষয়টি তিনি জানান বলে দাবি সুনীলাদেবীর। কিন্তু সেই কোথায় কর্ণপাত না করেই ফের ভ্যাকসিন দেওয়া হয় বলে দাবি ওই মহিলারা। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত দুই নার্সকে শোকজ করেছে সে রাজ্যের স্বাস্থ্য দফতর। কীভাবে এবং কেন এই ঘটনা তাঁরা ঘটালেন সে বিষয়েও জবাবদিহি তলব করা হচ্ছে। ঘটনার পর এই বিষয়ে ব্লক স্বাস্থ্য কর্মীদের এই বিষয়ে আরও সতর্ক হতে বলা হয়েছে।

প্রত্যন্ত এলাকাতে এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে এমন স্বাস্থ্য কর্মীদের পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

English summary
Bihar woman gets both Covaxin, Covishield shots in 5 minutes, condition stable
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X