For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়িতে শৌচালয় নেই, শ্বশুরবাড়িকে থানায় টেনে আনলেন বৌমা, তারপর ঘটল আশ্চর্য ঘটনা

বাড়িতে শৌচালয় নেই বলে শ্বশুর ও দেওরকে থানায় টেনে আনলেন বিহারের মুজফফরপুরের এক গৃহবধূ

  • |
Google Oneindia Bengali News

স্বচ্ছ্বতা অভিযান নিয়ে শুধু শহরে নয়, গ্রামগঞ্জের মানুষও সমানভাবে ভাবিত। এবং কেন্দ্র সরকারের আহ্বানে সাড়া দিতে সমানভাবে ইচ্ছুক। তারই প্রমাণ দিলেন বিহারের মুজফফরপুরের এক গৃহবধূ। বাড়িতে শৌচালয় নেই বলে শ্বশুর ও দেওরকে থানায় টেনে আনলেন তিনি।

বাড়িতে শৌচালয় নেই, শ্বশুরবাড়িকে থানায় টেনে আনলেন বৌমা

ঘটনাটি ঘটেছে মুজফফরপুরের মিনাপুর ব্লকের চেগ্গন নেওড়া গ্রামে। সেই এলাকার মহিলা পুলিশ স্টেশনের ওসি জ্যোতিদেবী জানিয়েছেন, গত ২৫ সেপ্টেম্বর এক মহিলা শ্বশুর ও দেওরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে লেখা ছিল, বারবার বলা সত্ত্বেও শ্বশুর ও দেওর শৌচালয় বানাননি। মহিলার স্বামী তামিলনাড়ুতে কাজ করেন। তিনি যখন বাড়ি ফেরেন সেই সময়ে মহিলাকে বাধ্য হয়ে শ্বশুরবাড়িতে থাকতে হয়। বাকী দিন তিনি বাপের বাড়িতে থাকেন। কারণ শ্বশুরবাড়িতে কোনও শৌচালয় নেই।

ধৈর্য্যের বাঁধ ভেঙে যাওয়ায় শেষপর্যন্ত মহিলা পুলিশে অভিযোগ জানান। তারপরই থানায় এসে শ্বশুর বন্ডে লিখিত দেন যে বাড়িতে শৌচালয় বানাবেন। এরপরে অভিযোগ তুলে নেন মহিলা। এই ঘটনায় গোটা এলাকায় সাড়া পড়ে গিয়েছে।

English summary
Bihar woman files police complaint against father-in-law for not having toilet at home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X