For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে নিরাপদে থাকবেন সংখ্যালঘুরা, সিএএ নিয়ে প্রতিক্রিয়া নীতীশ কুমারের

Google Oneindia Bengali News

সারা দেশজুড়ে যখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। তখন একবারের জন্য মুখ খুলতে দেখা যায়নি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। কিন্তু এবার তিনি সিএএ নিয়ে মন্তব্য করলেন। বৃহস্পতিবার তিনি তাঁর নীরবতা ভেঙে জানিয়েছেন যে জনতা দল (‌একতা)‌ শাসিত সরকারের আমলে বিহারে সংখ্যালঘুরা নিরাপদে থাকবেন। প্রসঙ্গত, সিএএ–বিরুদ্ধ বিক্ষোভ চলছে দেশের বিক্ষিপ্ত এলাকায়। যা নিয়ে বিজেপি সরকার চিন্তায় রয়েছে।

বিহারে নিরাপদ মুসলিমরা


বিহারের মুখ্যমন্ত্রী বলেন, '‌আমি অঙ্গীকার দিচ্ছি যে সংখ্যালঘু সম্প্রদায়কে অবহেলা করা হবে না এবং আমরা যতদিন সরকারে থাকব ততদিন তাঁরা সুরক্ষিত থাকবেন।’‌ তিনি এও জানান যে বিরোধীরা সংখ্যালঘুদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। কিন্তু তাদের উদ্দেশ্য কখনই সফল হবে না। নীতীশ কুমার বলেন, '‌সংখ্যালঘুরা দেখেছেন বিরোধীরা তাঁদের জন্য কি করেছে যখন তাঁরা ক্ষমতায় ছিল।’‌

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জীর বিরুদ্ধে রাষ্ট্রীয় জনতা দল (‌আরজেডি)‌ ২১ ডিসেম্বর বিহারে বনধের ডাক দিয়েছে। বৃহস্পতিবারই বিহারে সিএএ–এর প্রতিবাদে সিপিএম বিক্ষোভ দেখায় রাস্তা আটকে, ভাঙচুর চালায় এবং যার জেরে যানজটের সৃষ্টি হয়। এর পাশাপাশি রাজ্যের ছোট ছোট দলগুলিও, যা বিরোধী দল হিসাবে পরিচিত তারাও এই নাগরিকত্ব আইন নিয়ে সরব হয়। আরজেডির ডাকা বিহার বনধকে সমর্থন করবে তারা।

বিহারের রাজধানী পাটনাতে বৃহস্পতিবার সিপিএম সমর্থিত দল বন্‌ধ ডাকে। বনধ সমর্থনকারীরা জোর করে দোকান বন্ধ করতে বাধ্য করায় এবং যান চলাচলে বাধা সৃষ্টি করে। টায়ার পোড়ানো এবং গাড়ি ভাঙচুরও চলে তার সঙ্গে। পাটনার প্রায় সব স্কুলই এদিন বন্ধ রাখা হয়। বনধ সমর্থকরা বইয়ের দোকান ও কোচিং সেন্টারও জোর করে বন্ধ করে দেয়। পাটনার পাশাপাশি বিহারের বেশ কিছু জায়গায় ভাঙচুর চালানো হয়।

English summary
nitish kumar break the silence, minority are safe in his state, oppositions trying to create confussion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X