For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশ্নপত্র ছাপাতে ভুলে গেল বিশ্ববিদ্যালয়, পিছোল স্নাতকোত্তরের পরীক্ষা

বিহারের তিলকা মাঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের হিন্দি পরীক্ষার দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা পিছিয়ে গিয়েছে। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নপত্র ছাপাতে ভুলে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পাটনা, ১৪ এপ্রিল : বিহারের শিক্ষাব্যবস্থা নিয়ে নানা সময়ে একাধিক অভিযোগ উঠেছে। কখনও প্রশ্নপত্র ফাঁস, কখনও পরীক্ষা হলে গণ টোকাটুকি, কখনও পরীক্ষায় প্রথম হওয়া ছাত্রছাত্রীর ইন্টরভিউয়ে ফেল করে যাওয়া। সেভাবেই এবার আর একটি কাণ্ড ঘটল বিহারের এক বিশ্ববিদ্যালয়ে।

জানা গিয়েছে, বিহারের তিলকা মাঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের হিন্দি পরীক্ষার দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা পিছিয়ে গিয়েছে। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নপত্র ছাপাতে ভুলে গিয়েছে।

প্রশ্নপত্র ছাপাতে ভুলে গেল বিশ্ববিদ্যালয়, পিছোল পরীক্ষা

এই ঘটনা সামনে আসার পর বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য কন্ট্রোলার অব এক্সামিনেশনকে ও হিন্দি বিভাগের প্রধানকে শোকজ করেছেন।

গত মার্চের দ্বিতীয় সপ্তাহে হিন্দির দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার ঘোষণা করা হয়েছিল। তবে এখনও কবে পরীক্ষা হবে সেই তারিখ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়নি। এমনকী কন্ট্রোলার অব এক্সামিনেশনের তরফে জানানো হয়েছে, প্রিন্টিংয়ের আগে তার কাছে প্রশ্নপত্র আসার কথা থাকলেও তা এসে পৌঁছয়নি।

তবে শেষপর্যন্ত জানা গিয়েছে আগামী ২৫ এপ্রিল হিন্দি স্নাতকোত্তরের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে।

English summary
Bihar: University forgets to print question papers, exam postponed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X