বিহারের সবকটি শেল্টার হোমের বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের
বিহারের ১৭টি শেল্টার হোম ও সেগুলির মালিকদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। নীতীশ কুমারের সরকারকে বড় ধাক্কা দিয়ে এদিন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অবিলম্বে রাজ্য সরকারের হাত থেকে নিয়ে সিবিআইয়ের হাতে মামলার দায়িত্বভার তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মুজফফরপুর শেল্টার হোম মামলায় মঙ্গলবার বিহার সরকারের ওপরে তীব্র অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। নীতীশ কুমারের সরকারকে তুলোধোনা করে মাত্র ২৪ ঘণ্টা সময় দেয়। তার মধ্যে ধর্ষণ ও পকসো ধারা এফআইআরে যুক্ত করতে বলা হয়।
বিহার সরকার কেন কড়া ব্যবস্থা নেয়নি তা নিয়ে সুপ্রিম কোর্ট ফের অসন্তোষ প্রকাশ করে। এই ঘটনা অমানবিক বলে ব্যাখ্যা করে আদালত। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ জানায়, বিহার সরকার এত গুরুগম্ভীর মামলা একটুও দায়িত্বের সঙ্গে দেখাশোনা করেনি। তখনই মনে করা হচ্ছিল, মামলার দায়িত্ব কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে। এদিন হলও তাই।
Muzaffarpur(Bihar) shelter home case: Supreme Court orders for transferring investigation against all the 17 shelter homes and their owners in the state to CBI. A TISS report had alleged sexual abuse of children. pic.twitter.com/ceYvc23Xb5
— ANI (@ANI) November 28, 2018
[আরও পড়ুন:রেল স্টেশন থেকে উদ্ধার ৩৪টি নরকঙ্কাল, হইচই বিহারে]
ঘটনা হল, বিহারের মুজফফরপুর শেল্টার হোম মামলায় হোমের কর্মীরা যৌন হেনস্থায় যুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে লঘু ধারায় মামলা দায়ের হয়। হোমের ৪২ জন মেয়ে আবাসিকের মধ্যে ৩৪ জনের সঙ্গে যৌন হেনস্থা করা হয়েছে বলে মেডিক্যাল পরীক্ষায় প্রমাণিত হয়েছে। সবমিলিয়ে মোট ১১ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তাই রাজ্যের ১৭টি হোমেই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
[আরও পড়ুন: সার্ক সম্মেলনে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের, পত্রপাঠ নাকচ ভারতের]