For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে জোর ধাক্কা দিয়ে এনডিএ জোট ছাড়তে চলেছে বহুদিনের সঙ্গী দল

বিহারে এনডিএ-র বহুদিনের সঙ্গী রাষ্ট্রীয় লোক সমতা পার্টি জোট ছেড়ে বেরিয়ে আসছে।

  • |
Google Oneindia Bengali News

গোলমাল বেশ কিছুদিন ধরেই চলছিল। বিজেপি ও জেডিইউ-এর আঁতাত মানতে পারছিলেন না রাষ্ট্রীয় লোক সমতা পার্টির সুপ্রিমো উপেন্দ্র কুশওয়াহা। বিহারে যেভাবে তাদের ধর্তব্যের মধ্যে না রেখে আলোচনা না করে নীতীশ কুমারকে পাশে নিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ আসন ভাগাভাগি করে নিয়েছিলেন, তাতে কুশওয়াহা জোট ছাড়বেন তা বোঝাই গিয়েছিল। আর সম্ভবত হচ্ছেও তাই।

সিদ্ধান্ত নাকি হয়ে গিয়েছে

সিদ্ধান্ত নাকি হয়ে গিয়েছে

বিহারে এনডিএ-র বহুদিনের সঙ্গী রাষ্ট্রীয় লোক সমতা পার্টি জোট ছেড়ে বেরিয়ে আসছে। এদিন বুধবার দলের চিন্তন শিবির-এ আলোচনা করে এই সিদ্ধান্ত নাকি নেওয়া হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার ঘোষণা

বৃহস্পতিবার ঘোষণা

বৃহস্পতিবার আরএলএসপি সুপ্রিমো কুশওয়াহার একটি জনসভা রয়েছে। সেই জনসভা থেকেই বিজেপি তথা এনডিএ জোট ছাড়ার ঘোষণা তিনি করতে চলেছেন। খবর এমনটাই।

[আরও পড়ুন: অগাস্টা কাণ্ডে ধৃত মিচেলের আইনজীবী কংগ্রেসের সদর দফতরে, শুরু বিতর্ক ][আরও পড়ুন: অগাস্টা কাণ্ডে ধৃত মিচেলের আইনজীবী কংগ্রেসের সদর দফতরে, শুরু বিতর্ক ]

মহাজোটে কুশওয়াহা!

মহাজোটে কুশওয়াহা!

একদিন আগেই কুশওয়াহা বিজেপি নেতৃত্বকে আক্রমণ করেন। বলেন, আসন বণ্টন নিয়ে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইলেও তাঁরা দেখা করেননি। এর আগে তিনি তেজস্বী যাদব, শরদ যাদবদের সঙ্গে গিয়ে দেখা করেছেন। মনে করা হচ্ছে, বিহারে জেডিইউ ও বিজেপির বিরুদ্ধে মহাজোটে তিনি অংশ নিতে পারেন।

[আরও পড়ুন: 'দেখি এবার কোথায় পালায়', রাহুল-সোনিয়াকে আক্রমণ মোদীর][আরও পড়ুন: 'দেখি এবার কোথায় পালায়', রাহুল-সোনিয়াকে আক্রমণ মোদীর]

English summary
Bihar's RLSP chief Upendra Kushwaha may walk out of NDA alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X