বিহারে নীতীশ মন্ত্রিসভা নিয়ে ছড়ি ঘোরাচ্ছে বিজেপি! জোট সরকারের প্রথম এক মাসেই কী পরিস্থিতি
বাংলার ভোট ঘিরে যখন পারদ তুঙ্গে, তখন প্রতিবেশী বিহার সদ্য একটি ভোটযুদ্ধ সম্পন্ন করে নতুন সরকার গড়েছে। এদিকে, এই সরকার গঠনের আগে থেকেই বিজেপি-জেডিইউ জোটে খানিকটা মান অভিমানের পালা চলেছে। এমন অবস্থায় বিহারে নীতীশ মন্ত্রিসভার গঠন নিয়ে একের পর এক পদক্ষেপ শুরু হয়েছে।

বিহার মন্ত্রিসভায় বিজেপি কোন গেমপ্ল্যানে!
যুব নেতাদের সুযোগ দিতে হবে। এই নীতি নিয়ে কার্যত বিহারের নীতীশ মন্ত্রিসভায় নীতীশ ঘনিষ্ঠ সমস্ত বিজেপি মন্ত্রীদের সরিয়ে দিয়েছে বিজেপি। আর বাকি মন্ত্রিপদগুলিতেও বিজেপি নিজের যুব নেতাদের বসিয়ে কার্যত দলকে যেমন বার্তা দিয়েছে, তেমনই জেডিইউকেও সাফ বার্তা দিয়েছে।

বিজেপি-জেডিইউ সংঘাত কি শুরু!
সবেমাত্র এক মাস হয়েছে বিহারের সরকার গঠনের। কিন্তু নীতীশ মন্ত্রিসভায় এখনও বহু দফরের বণ্টন বাকি। আর এই 'বাকি' মন্ত্রকগুলিতে মন্ত্রী নিয়োগে সমস্যা হচ্ছে বিজেপির কারণে বলে দাবি জেডিইউয়ের। বিজেপি কোন কোন বিধায়ককে কোন মন্ত্রী পদে বসাবে তা নিয়ে এতটাই গড়িমসি করছে, যে নীতীশ কুমার নিজের মন্ত্রিসভা সম্পূর্ণ না পেয়ে কাজ এগিয়ে যেতে পারছেন না। এই অভিযোগ ঘিরে বিজেপির বিরুদ্ধে কার্যত সুর চড়াতে শুরু করেছে জেডিইউ।

ছড়ি ঘোরাচ্ছে বিজেপি! নজরে কোন কোন মন্ত্রীপদ
বিজেপি বিহারে প্রথম থেকেই জানান দিয়েছে যে জেডিইউয়ের থেকে বেশি বিধায়ক নিয়েও তারা নীতীশকেই মুখ্যমন্ত্রী করেছেন। ফলে বেশি বিধায়ক থাকার জেরে জোটে কার্যত বিজেপি ছড়ি ঘোরাতে শুরু করেছে বলে দাবি অনেকের। বিজেপি চাইছে নীতীশ মন্ত্রীসভায় গ্রামীণ বিষয়ক মন্ত্রক, শিক্ষা, জল সম্পদের মতো মন্ত্রক বিজেপি মন্ত্রীদের দেওয়া হোক। আর সেই বিষয়ে রফা যতক্ষণনা হচ্ছে ততক্ষণই নীতীশ মন্ত্রিসভার সনম্প্রসারণ স্তব্ধ। ফলে বিহারের পরিস্থিতি রাজনৈতিকভাবে উদ্বেগের জায়গায় যেতে পারে বলে আশঙ্কা অনেকের।