For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tejashwi Yadav -এর নেতৃত্বে নির্বাচন হবে বিহারে! মুখ্যমন্ত্রীর মন্তব্যে একাধিক জল্পনা

Bihar Elections Tejashwi Yadav -এর নেতৃত্বে নির্বাচন হবে বিহারে। এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাঁর দাবি, সামনেই বিধানসভা বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ RJD-এর যুব নেতা তেজস্

  • |
Google Oneindia Bengali News

Bihar Elections Tejashwi Yadav -এর নেতৃত্বে নির্বাচন হবে বিহারে। এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাঁর দাবি, সামনেই বিধানসভা বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ RJD-এর যুব নেতা তেজস্বী যাদবের লিডারশীপেই লড়াই হবে।

মুখ্যমন্ত্রীর মন্তব্যে একাধিক জল্পনা

বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগের পর এই মুহূর্তে বিহারে তৈরি হয়েছে RJD এবং JDU-মহাজোটের সরকার। এই অবস্থায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এহেন মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গুজরাত এবং হিমাচল প্রদেশের নির্বাচনের ফল সামনে আসার পরেই জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে বিহার।

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার মহাজোটের সরকারের সমস্ত বিধায়ক এবং নেতৃত্বদের সঙ্গে একটি বৈঠক করেন নীতিশ। যদিও সেই বৈঠকে আগামী ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তেজস্বীকে প্রজেক্ট করেননি। তবে তেজস্বী একজন তরুণ নেতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে, বিজেপিকে প্যাঁচে ফেলতে ২৪ এর আগে মহাজোটের কথা বলছেন নীতিশ। এমনকি এই বিষয়ে কখনও রাহুল গান্ধী কিংবা সোনিয়ার গান্ধীর সঙ্গে কথা বলছেন তিনি। এমনকি একাধিক বিরোধী নেতার সঙ্গেও বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। এই অবস্থায় নীতিশ কুমারের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে।

কারণ বিহারের ময়দানে তেজস্বীকে এগিয়ে দিয়ে গিয়ে ২৪ এর মোদী বিরোধী মুখ হতে চান নীতিশ? উড়িয়ে দিতে পারছেন না বিশ্লেষকরা। শুধু তাই নয়, জাতীয় রাজনীতিতে নীতিশ চাইছেন একটা নিজের জায়গা মজবুত কর‍তে। সেখানে দাঁড়িয়ে নীতিশ নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে ঘোষণা করলেও অবাক হওয়ার মতো কিছু নেই বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা।

ফলে বিহার তেজস্বীর হাতে তুলে দিয়েই এহেন ঘোষণা নীতিশ করতে পারেন বলেও মনে করা হচ্ছে। যা অবশ্যই বিজেপির কাছে বড় ঝটকা হবে বলে মনে করা হচ্ছে। তবে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আমি প্রধানমন্ত্রী পদের প্রার্থীও নই এবং মুখ্যমন্ত্রী পদের প্রার্থীও নই। তবে আমার টার্গেট যেভাবেই হোক বিজেপিকে হারানো।

আর এরপরেই Bihar Elections Tejashwi-এর নেতৃত্বে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান, এতে মহাজোটের লাভ হবে। এমনকি বিজেপির সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইকে আরও মজবুত করতে সাহায্য করবে বলেও দাবি তাঁর। যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

English summary
Nitish Kumar says Tejashwi Yadav will lead Bihar polls, raises speculations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X