বিজেপি-জেডিইউ জোটের ভিতর থেকে বিধায়করা বিপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন! বিহারে মেগা দলবদলের ইঙ্গিত তেজস্বীদের
নেতাদের অন্য দল থেকে বিজেপি শিবিরের দিকে ঝুঁকে যাওয়ার ট্রেন্ডের কথা এতদিন শোনা গিয়েছে। এবার উলট পূরাণ! বিজেপি-জেডিইউ জোটের মধ্যে থেকে বিহারের বহু বিধায়ক হাঁসফাঁস করছেন। আর সেই কারণেই এবার বিহারে মেগা- দলবদলের ইঙ্গিত দিলেন তেজস্বীর আরজেডির এক নেতা।

বিহারে কি আসন্ন মেগা দলবদল!
আরজেডির তরফে দিন কয়েক ধরেই দাবি করা হচ্ছে যে বিহারে নীতীশ সরকারের অন্দরে ব্যাপক সংঘাত জারি রয়েছে। জেডিইউ ও বিজেপির মধ্যে এই সংঘাত ক্রমেই মাথা চাড়া দিতে শুরু করে দিয়েছে। এমনই দাবি আরজেডির। যদিও দুই পার্টি তা স্বীকার করছে না, তবে বিহারে নীতীশ শিবিরের বক্তব্য যে বিজেপিকে ক্রমাগত অস্বস্তিতে ফেলছে তা বলাই বাহুল্য। এর হাত ধরেই সেখানে মেগা দলবদল আসন্ন বলে খবর।

বিজেপির সঙ্গে থাকতে পারছেন না জেডিঅউ বিধায়করা!
আরজেডির শ্যাম রজক জানান,বিজেপির সঙ্গে সংঘাতের জেরে জেডিইউ শিবিরের ১৭ জন বিধায়ক দলবদলের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন। তাঁর দাবি, নীতীশের জেডিইউ তেকে ১৭ বিধায়ক লালুর আরজেডির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন।

বিহার সরকার পড়ার ইঙ্গিত!
বিহারে আরজেডি ৭৫, বিজেপি ৭৪ টি আসন পেয়েছে। সেখানে নীতীশের জেডিইউ ৪৩ টি আসন পেয়েছে। জোটের হিসাবে বিজেপি-জেডিইউয়ের এনডিএ ১২৫ টি আসন, আরজেডি শিবিরের মহাজোট ১১০ টি আসন পেয়েছে। এমন অক পরিস্থিতিতে জেডিইউ থেকে ২০ থেকে ২৫ জন বিধায়ক আরজেডির দিকে যেতে চাইছেন বলে দাবি তেজস্বী শিবিরের।

বিজেপি-জেডিইউ গোপন সংঘাত!
পাসোয়ানদের এলজেপিকে নিয়ে বিজেপির উদাসীনতা আগেই হজম করতে পারেনি নীতীশের জেডিইউ। এমন এক পরিস্থিতিতে অরুণাচলে নীতীশের দল থেকে ৬ জন বিধায়ককে ঘরে তোলে বিজেপি। এরপর থেকেই বিহারের জোট অটুট রয়েছে দাবি তুললেও, দুই পার্টির মধ্যে অন্তবর্তী সংঘাত চরমে উঠেছে।

মমতাকে চিঠি, সৌমেন্দুকে নিয়ে অবস্থান স্পষ্ট করছেন দিব্যেন্দু! 'ভবিতব্য'কে ধরে নিয়েই পদক্ষেপ