For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে কি সরকার পতন আসন্ন? রাজ্যপালের কাছে সময় চাইলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিহারে কি সরকার পতন আসন্ন? রাজ্যপালের কাছে সময় চাইলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

Google Oneindia Bengali News

বিহারের সরকার পতনের জল্পনা কয়েকগুণ বাড়িয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। সূত্রের খবর আজই রাজ্যপালের কাছে সময় চেয়েছেন নীতীশ কুমার। নিজের বাসভবনে দলের বিধায়কদের সঙ্গে বৈঠকের পরেই তিনি রাজ্যপাল ফাগু চৌহ্বানের কাছে সময় চেয়েছেন বলে জানান গিয়েছে। তাতেই বিজেপির সঙ্গে বিচ্ছেদের জল্পনা আরও পারদ চড়েছে। এদিকে আজ সকালেই নাকি নীতীশ কুমারকে ফোন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

রাজ্যপালের কাছে সময় চাইলেন নীতীশ

রাজ্যপালের কাছে সময় চাইলেন নীতীশ

শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে কি জোট ভাঙছেনই। জল্পনার পারদ কয়েকগুণ বাড়িয়ে দিলেন নীতীশ কুমার। আজই রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন তিনি। দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে আবার শোনা যাচ্ছে বিজেপির ১৬ জন বিধায়কই পদত্যাগ করতে চলেেছন। শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে জোট ভাঙার সিদ্ধান্ত মনে হয় নিয়েই ফেলেেছন নীতীশ কুমার। এদিকে আবার শোনা যাচ্ছে রাজ্যপালের সঙ্গে নীতীশের দেখা করার সময়ে থাকবেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

কোন পথে নীতীশ

কোন পথে নীতীশ

বিজেপির মোহ ভঙ্গ হয়েছে নীতীশের এমনই কটাক্ষ শুরু করেছে বিরোধীরা। নীতী আয়োগের বৈঠকে নীতীশের অনুপস্থিতি এবং তার পরেই সোনিয়া গান্ধীর সঙ্গে জেডিইউ প্রধানের কথা বলা ঘিরে জল্পনা শুরু হয়েছিল। বিজেপির সঙ্গে সম্পর্কের তিক্ততা যে চরমে উঠেছে সেটা আগেই বোঝা গিয়েছিল। তারপরেই দলের বিধায়কদের জরুরি বৈঠক ডাকেন নীতীশ। মঙ্গলবার পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনে বসেছিল সেই বৈঠক। তারপরেই রাজ্যপালের কাছে সময় চান নীতীশ কুমার।

বিহার দখলে কি মহারাষ্ট্র মডেল

বিহার দখলে কি মহারাষ্ট্র মডেল

হঠাৎ করে নীতীশ কুমারের এই পদক্ষেপে রাজনৈতিক মহলে শোরগোলে ফেলে দিয়েছে। বিজেপি কি তলে তলে নীতীশের দল ভাঙানোর ছকে ছিল? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন আগেই জেডিইউ নেতা আরসিপি সিং পদত্যাগ করেন। গত দেড় বছর ধরে তিনি জেডিইউর গুরুত্বপূর্ণ পদ সামলে আসছিলেন। আরসিপি সিংয়ের এই পদত্যাগ ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছিল। যদিও বিজেপি সেই অভিযোগ মানতে নারাজ। গতকাল রাতেই অমিত শাহ ফোন করেছিলেন নীতীশ কুমারকে আবার আজ ভোরে জেপি নাড্ডা ফোন করেন নীতীশকে। বিজেপির চক্রান্ত আঁচ করতে পেরেই দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন নীতীশ কুমার এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কার হাত ধরবেন নীতীশ

কার হাত ধরবেন নীতীশ

সোনিয়া গান্ধীকে সরাসরি ফোন করেছিলেন নীতীশ কুমার। তাই থেকেই জল্পনা শুরু হয় বিজেপির সঙ্গ ছেড়ে এবার কংগ্রেসের হাত ধরতে চাইছেন নীতীশ। এদিকে আবার শোনা যাচ্ছে আরজেডির সঙ্গে জোট গড়ে সরকার গড়তে চাইছে নীতীশ কুমার। তাতে গ্রিন সিগনাল দিয়েছে আরজেডি। রাজ্যপালের সঙ্গে নীতীশের দেখা করতে যাওয়ার সময় তেজস্বী যাদব থাকবেন তাঁর সঙ্গে। সেই থেকেই ক্রমশ স্পষ্ট হচ্ছে আরজেডি-জেডিইউ জোটের। সূত্রের খবর বামেরা সমর্থন জানাবে এই জোটকে।

মহারাষ্ট্র মন্ত্রিসভার সম্প্রসারণের শুরুতেই ক্ষোভ, প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ শিণ্ডে অনুগামী গুলাবরাও পাটিলেরমহারাষ্ট্র মন্ত্রিসভার সম্প্রসারণের শুরুতেই ক্ষোভ, প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ শিণ্ডে অনুগামী গুলাবরাও পাটিলের

English summary
Nitish Kumar Seeks Time To Meet Governor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X