এবার পাক জঙ্গি মদতে নাম জড়াল নেপালের, হিটলিস্টে কেন্দ্রীয় মন্ত্রীরা! হাই অ্যলার্ট জারি বিহারে
বিহারে জারি হল হাই অ্যালার্ট৷ নেপাল সীমান্ত দিয়ে রাজ্যে ঢুকতে পারে তালিবান ও জইশ-ই-মহম্মদের জঙ্গি৷ এই হুঁশিয়ারি আসার পরই বিহার স্পেশাল ব্রাঞ্চ রাজ্যের সমস্ত জেলায় জারি করল সতর্কতা৷ প্রতিটি জেলার পুলিশকেও পাঠানো হয়েছে সতর্কবার্তা৷ যে কোনওরকম সন্দেহজনক গতিবিধির উপর রাখতে বলা হয়েছে কড়া নজর৷

আইএসআই-এর মদতে পাক জঙ্গি অনুপ্রবেশ
জানা গিয়েছে, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই নেপাল সীমান্ত দিয়ে বিহারে ৫ থেকে ৬ জন তালিবান ও জইশ জঙ্গি পাঠানোর পরিকল্পনা করেছে৷ তারা পাকিস্তান সেনার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত৷ পুলিশের জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, এনআইএ-র কন্ট্রোল রুমে একটি হুঁশিয়ারি ইমেল এসেছে৷ এই ইমেল পাঠানো হয়েছে একটি হিট লিস্ট৷

জঙ্গিদের হিটলিস্টে কেন্দ্রীয়মন্ত্রীরা
জানা গিয়েছে এনআইএ-কে মেল করা হিটলিস্টে কেন্দ্রীয় মন্ত্রী ও অন্য বিজেপি নেতাদের নাম রয়েছে৷ তাই কাশ্মীরের জঙ্গি সংগঠন, জইশ-ই-মহম্মদ, আল কায়দাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের গতিবিধির উপর নজর রাখতে বলা হয়েছে৷ প্রসঙ্গত, চিনের সঙ্গে লাদাখ নিয়ে ভারতের বিবাদ শুরু হতেই পাক মদতে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। প্রায় প্রতিদিনই সেনা-জঙ্গি লড়াইয়ে কেঁপে উঠেছে কাশ্মীর। পাশাপাশি চলেছে পাকিস্তানের সীমান্ত পার থেকে বারংবার শেলিং।

কড়া নজরদারি দেশজুড়ে
সতর্কবার্তায় আরও জানানো হয়, ভিভিআইপিদের চারপাশে কড়া নজরদারি রাখার অনুরোধ করা হচ্ছে৷ ভিভিআইপিদের পরিদর্শন শেষ হওয়া পর্যন্ত কড়া নজরদারি রাখা হবে৷ হুমকির লিস্টে যে ভিভিআইপিদের নাম আছে তাঁদের প্রত্যেকের উপর আলাদাভাবে নজর রাখতে হবে৷ এছাড়াও ভিভিআইপি এলাকাগুলিতে কোনওরকম সন্দেহজনক গতিবিধির উপরও কড়া নজর রাখতে হবে৷

ভারত-নেপাল দ্বন্দ্ব
প্রসঙ্গত, এই সতর্কবার্তা এমন একটা সময় এল যখন নেপাল চিনের ঘনিষ্ঠ হয়েছে। ঐতিহাসিক ভাবে ভারতের বন্ধু রাষ্ট্র থাকলেও সম্প্রতি লিপুলেখ ও কালাপানি নিয়ে দিল্লির সঙ্গে বিবাদে জড়িয়েছে নেপাল। এই পরিস্থিতিতে ভারতের সখ্যতা ছেড়ে পাকিস্তানের হাত ধরল কি না, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
ওলির সরকার ফেলতে উঠে পড়ে লেগেছে দিল্লি! নেপালের গদি নিয়ে টানাটানির মাঝেই চাঞ্চল্যকর অভিযোগ