For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Bihar: 'বিষমদ হজম করার ক্ষমতা ছিল না' ছাপড়া কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য নীতীশের মন্ত্রীর

Bihar: 'বিষমদ হজম করার ক্ষমতা ছিল না' ছাপড়া কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য নীতীশের মন্ত্রীর

Google Oneindia Bengali News

বিহারের ছাপড়ায় বিষমদ পান করে মারা গিয়েছেন ৩৯ জন। এই নিয়ে প্রবল রাজনৈিতক চানাপোড়েন চলছে। নীতীশ সরকারকে বিঁধতে ছাড়েনি বিজেপি। মদ নিষিদ্ধ বিহারে। সেখানে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে এই নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছেন এক মন্ত্রী। তিনি বলেছেন বিষমদ হজম করার মত ইমিউনিটি থাকতে হয়। যাঁরা মারা গিয়েছেন তাঁদের সেই ইমিউনিটি ছিল না।

Bihar: বিষমদ হজম করার ক্ষমতা ছিল না ছাপড়া কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য নীতীশের মন্ত্রীর

বিহারের ছাপড়ায় বিষমদ পান করে মৃত্যু হয়েছে ৩৯ জনের। প্রথমে ১৮ জনের মৃত্যু হয়েছিল। সেই সংখ্যা বাড়তে বাড়তে ৩৯-এ পৌঁছে গিয়েছে। এই নিয়ে বিধানসভায় সরব হয়েছিল বিজেপি। তাতে মেজাজ হারিয়ে ফেলেন নীতীশ কুমার। তিনি বিধানসভায় অত্যন্ত রুষ্ট হয়ে বলেছেন, বিষমদ খেলেই মরতে হবে। েয রাজ্যে মদ নিষিদ্ধ সেখানে িবষ মদ কীভাবে বিক্রি হচ্ছিল তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা গিরিরাজ সিং কটাক্ষ করে বলেছেন, বিহারে মদ হচ্ছে ঈশ্বরের মত। যাঁকে েদখা যায় না কিন্তু তাঁর অস্তিত্ব বোঝা যায়।

এই নিয়ে সমালোচনার মাঝেই আবার বিহারের এক মন্ত্রী বিষমদে মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। বিহারের শিল্পমন্ত্রী সমীর মহেশথ জানিয়েছেন, শরীরের ইমিউনিটি শক্তিকে বাড়াতে হবে যাতে বিষমদ হজম করার মত শক্তি তৈরি হয়। বিহারে মদ না থাকলেও কিছু নিম্নমানের মদ তৈরি হয় যেগুলি শরীরে বিষক্রিয়া তৈরি করে। সেকারণে শরীরে ইমিউনিটি শক্তি বাড়াতে হবে।

বিহারে এই বিষমদের মৃত্যুর ঘটনার নিন্দা করেছেন জেডিইউর শরিক আরজেডিও। আরজেডি নেতা অভিযোগ করেছেন কোথা থেকে বিহারে ঢুকছে বিষমদ। সেটা খুঁজে বের করা জরুরি। তিনি দাবি করেছেন বিহারের মন্ত্রীরা সকলেই জানেন বিষ ঢুকছে রাজ্যে। কিন্তু কোথা থেকে আসছে তার দায় কে নেবে। এদিকে আবার সমীর মগেশথ জানিয়েছেন এমন কিছু ভুল কর্মকাণ্ড ঘটছে রাজ্যে সেটা সন্দেহ তৈরি করছে।

এই ঘটনায় ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নির্দেশে কড়া পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই সেখানকার পুলিশ কনস্টেবল এবং ভিকেশ তিওয়ারি এবং স্টেশন অফিসার রীতেশ মিশ্রকে সাসপেন্ড করা হয়েছে। কেন তাঁদের কাছে কোনও খোঁজ ছিল না এই বিষয়ে এই নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। কোথা থেকে বিষমদ এলো সেখানে তাও জানতে বলা হয়েছে পুলিশকে।

বেআইনিভাবে পাথর পাচারে ১৩৫০টি রেল রেকের ব্যবহার হয়েছে, ঝাড়খণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য ইডিরবেআইনিভাবে পাথর পাচারে ১৩৫০টি রেল রেকের ব্যবহার হয়েছে, ঝাড়খণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য ইডির

English summary
Bihar Minister claimd that Those died in Chhapra does not have any Immunity power
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X