For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার জ্বলছে, চুপ কেন নীতীশ? এনডিএ ছাড়া নিয়ে জল্পনা সোশ্যাল মিডিয়া

বিহার জ্বলছে, চুপ কেন নীতীশ? এনডিএ ছাড়া নিয়ে জল্পনা সোশ্যাল মিডিয়া

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্র সরকারের নতুন প্রকল্প 'অগ্নিপথ'-এর মাধ্যমে সশস্ত্র বাহিনীতে নিয়োগের বিষয়টি সামনে আসতেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে৷ বিক্ষোভ প্রদর্শনকারীরা সশস্ত্র বাহিনীতে নিয়োগের বিপক্ষে ট্রেন পোড়ানো, বাস ভাঙচুরের মতো বড় আকারের হিংসায় মেতেছে৷ দেখেছে। নওয়াদায়, বিজেপি বিধায়ক অরুণা দেবী স্থানীয় আদালতে যাওয়ার পথে হামলার শিকার হন। আন্দোলনকারীরা তার গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে যেখানে নেতাসহ পাঁচজন আহত হন। নওয়াদায় বিজেপির অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। কিন্তু এত কিছুর পরও অবাকভাবেই চুপ করে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ কিন্তু কেন? সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতিতে৷

মৌন রয়েছেন নীতীশ!

মৌন রয়েছেন নীতীশ!

'অগ্নিপথ' প্রকল্পকে কেন্দ্র করে ছাপড়ায়, বারাউনি-গোন্দিয়া এক্সপ্রেসের একটি বগিতে আগুন দেওয়া হয়েছে৷ পূর্ব কেন্দ্রীয় রেলওয়ে বিভাগ বলেছে যে তাদের বিহারের উপর দিয়ে যাওয়া ২২টি ট্রেন বাতিল করতে হয়েছে। বিক্ষোভের কারণে যাত্রাপথেই থামানো হয়েছে পাঁচটি ট্রেন৷ কিন্তু রাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভ এবং ভাঙচুর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছ থেকে তেমন কোনও প্রতিক্রিয়া পায়নি। এই হিংসার নিন্দা বা যুবদের কাছে শান্তি বজায় রাখার আবেদনও করেননি বিহারের মুখ্যমন্ত্রী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেও কিছুই লেখা হয়নি।

একাধিকা ইস্যুতে বিজেপি-জেডিইউ সংঘাত!

একাধিকা ইস্যুতে বিজেপি-জেডিইউ সংঘাত!

প্রসঙ্গত, জাতিভিত্তিক জনগণনা এবং জন্মনিয়ন্ত্রন বিল নিয়ে এমনিতেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নীতীশের জেডিইউর৷ এই দুটি ক্ষেত্রে সরাসরি বিরোধিতায় জড়িয়েছেন বিজেপি ও জেডিইউ নেতারা৷ নীতীশকেও দেখা গিয়েছে লালু পুত্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে৷ স্বাভাবিকভাবেই বিহারে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় নীতীশের মৌন থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে৷ সোশ্যাল মিডিয়াতে জোর আলোচনা চলছে এবারেও এনডিএ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন নীতীশ। প্রসঙ্গত, বিজেপির সঙ্গে জোট করেই বিহারে সরকার চালাচ্ছে জেডিইউ৷

 কী বলছেন নীতীশের ঘনিষ্ঠ সহযোগী?

কী বলছেন নীতীশের ঘনিষ্ঠ সহযোগী?

নীতীশ কুমারের হ্যান্ডেল থেকে শেষ টুইট করা হয়েছে ১৪ জুন। তিনি উত্তর প্রদেশের কুশিনগরে একটি বাস দুর্ঘটনায় নিহত চারজনের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন। বাসটি মধ্যপুরা থেকে পাঞ্জাব যাচ্ছিল। কিন্তু অগ্নিপথ নিয়ে নীতীশ কুমার পুরো বিষয়টিতে নীরবতা বজায় রেখেছেন৷ তবে তাঁর ঘনিষ্ঠ আস্থাভাজন রাজীব রাজন (লালন) সিং কেন্দ্রকে অগ্নিপথ প্রকল্প পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন৷ তিনি টুইটে লিখেছেন, কেন্দ্র সরকারের উচিৎ অবিলম্বে অগ্নিবীর প্রকল্পের পুনর্বিবেচনা করা কারণ এই সিদ্ধান্তটি দেশের প্রতিরক্ষা এবং নিরাপত্তার সাথেও সম্পর্কিত।

২১ শে জুলাই সমাবেশে'র নামে চাঁদা তুললেই বহিষ্কার! অভিষেকের নজরে উত্তরবঙ্গ ২১ শে জুলাই সমাবেশে'র নামে চাঁদা তুললেই বহিষ্কার! অভিষেকের নজরে উত্তরবঙ্গ

English summary
Bihar is burning, why Nitish Kumar is silent? Speculation of break up with NDA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X