For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুখা বিহারে বিষ মদ কাণ্ডে মৃত্যু ৫০ পার, নীতীশের পদত্যাগ দাবি বিজেপির

শুখা বিহারে বিষ মদ কাণ্ডে মৃত্যু ৫০ পার, নীতীশের পদত্যাগ দাবি বিজেপির

  • |
Google Oneindia Bengali News

বিহারে বিষমদ কাণ্ডের ভয়াবহতা বাড়ছে বই কমছে না। বিহারে বেশ কয়েকবছর হয়েছে মদ বিক্রি ও কেনায় নিষেধাজ্ঞা জারি করেছে নীতীশ কুমারের সরকার। তা সত্ত্বেও মদ খেয়ে মৃত্যুর ঘটনা পিছু ছাড়েনি বিহারকে। নিয়মিতহারে বিষ মদ খেয়ে মৃত্যুর ঘটনা হইচই ফেলে দেয় শুখা বিহারে। এবারও তাই হয়েছে। ইতিমধ্যে বিষ মদের জেরে মৃত্যু ৫০ জন ছাড়িয়ে গিয়েছে। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তার কোনও ইয়ত্তা নেই। ইতিমধ্যেই সরকার-বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। বিরোধীদের আক্রমণে কোণঠাসা হয়েও দমছেন না মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

ছাপরা কাণ্ডে সাসপেন্ড পুলিশ আধিকারিক

ছাপরা কাণ্ডে সাসপেন্ড পুলিশ আধিকারিক

ছাপরার বিষ মদ কাণ্ডের ঘটনায় ইতিমধ্যে স্টেশন হাউস অফিসার রীতেশ মিশ্র, কনস্টেবল বিকেশ তিওয়ারীকে বৃহস্পতিবার সাসপেন্ড করা হয়েছে। মরহৌরা সাব ডিভিশনাল পুলিশ অফিসার যোগেন্দ্র কুমারের সুপারিশে এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি আর কারা এই ঘটনায় জড়িত তাঁদেরও চিহ্নিত করার চেষ্টা করছে প্রশাসন।

নীতীশকে কেন্দ্র করে বারবার উত্তাল বিধানসভা

নীতীশকে কেন্দ্র করে বারবার উত্তাল বিধানসভা

বিহার বিধানসভা বৃহস্পতিবার বারবার নীতীশ কুমারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে। বিরোধী বিজেপি বারবার প্রতিবাদ জানিয়েছে। এমনকী বিধানসভায় নীতীশ কুমার তাঁর আচরণের জন্য ক্ষমা চান, এই দাবিও তোলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার নীতীশ বিষ মদ কাণ্ড নিয়ে বলতে গিয়ে বলেন, মদ অত্যন্ত খারাপ একটি জিনিস। মদ খেলে মরতেই হবে। সাম্প্রতিক ঘটনা তার সবচেয়ে বড় উদাহরণ। তারপরই জলঘোলা চরমে উঠেছে।

শুখা বিহারে হাজারে বেশি বিষ মদে মৃত্যু

শুখা বিহারে হাজারে বেশি বিষ মদে মৃত্যু

বিহারে ২০১৬ সালের এপ্রিলে নীতীশ কুমারের সরকার মদ বিক্রি ও কেনা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়ে কড়া আইন প্রয়োগ করে। তা সত্ত্বেও বিহারে গত ছয় বছরের বেশি সময়ে হাজারেরও বেশি মানুষের মদ পান করে বা বলা ভালো, বিষ মদ খেয়ে প্রাণ গিয়েছে। আর এই নিয়েই বিরোধীরা প্রশ্ন তুলতে ছাড়ছেন না। এমনকী বিহারে আগের নিয়ম চালু করা যায় কিনা তা নিয়ে ভাবতেও নীতীশ কুমারকে অনুরোধ করা হয়েছে। যদিও নীতীশ আপাতত নিজের অবস্থান থেকে সরছেন না। সেটা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন। কারণ তাঁর মতে, মদ নিষিদ্ধ করার ফল হাতেনাতে মিলেছে। বহু মানুষ মদের রাস্তা থেকে সরে এসেছেন। সুস্থ জীবনযাপন করছেন। তবে কিছু লোক রয়েছেন যারা এখনও পরিস্থিতি জটিল করার চেষ্টা করছেন। তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন নীতীশ কুমার।

সরকারের বিরুদ্ধে সত্য গোপনের অভিযোগ

সরকারের বিরুদ্ধে সত্য গোপনের অভিযোগ

ছাপরায় যে বিষ মদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে আসল মৃত্যুর সংখ্যা সামনে আসছে না। বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার আসল মৃত্যু সংখ্যা লুকোচ্ছে। ময়নাতদন্ত ছাড়াই দেহ দাহ করা হচ্ছে। কারণ সরকার আসল মৃত্যু সংখ্যা প্রকাশ করতে চাইছে না। আর সেই অভিযোগ তুলেই বিজেপির একটি প্রতিনিধি দল ছাপরায় গিয়ে বিষ মদ কাণ্ডে আক্রান্তদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে। সেখানে গিয়ে তাঁরা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগও দাবি করেছেন।

English summary
Bihar Hooch Tragedy: Death Toll Crosses 50 in Chhapra Incident, BJP Cries Nitish Kumar Resignation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X