For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চড়ছে বিহার নির্বাচনের পারদ! রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কমিশনকে সতর্ক করে স্মারকলিপি বিরোধীদের

চড়ছে বিহার নির্বাচনের পারদ! রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কমিশনকে সতর্ক করে স্মারকলিপি বিরোধীদের

  • |
Google Oneindia Bengali News

করোনা সঙ্কটের মাঝেই নির্বাচনী দামামা বেজেছে বিহারে। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। এদিকে গত কয়েকদিন করোনা সংক্রমণের নিরিখে গোটা বিশ্বেই নতুন রেকর্ড করছে দেশ। পিছিয়ে নেই বিহারও। এমতাবস্থায় ভোট প্রক্রিয়া চালানোর মতো বিষয়ে নিয়েও আশঙ্কার মেঘ দানা বেঁধেছে মানুষের মনে। সূত্রের খবর, ভোট পর্বে নতুন করে করোনা সংক্রমণ রুখতে ও মানুষের মনে ভরসা দিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিহারের একাধিক বিরোধী দল।

করোনা পরিস্থিতি নিয়ে কমিশনকে সতর্ক করে স্মারকলিপি বিরোধীদের

করোনা পরিস্থিতি নিয়ে কমিশনকে সতর্ক করে স্মারকলিপি বিরোধীদের

এদিকে বিহারের ভোট পরিচালনা নিয়ে আজ সন্ধ্যাতেই কমিশনের শীর্ষ কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসার কথা রয়েছে একাধিক রাজনৈতিক দলের। এর মাঝেই রাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে এদিন কমিশনের পোল প্যানেলে একটি স্মারকলিপি জমা দেয় বিরোধীরা। যেখানে রাজ্যের ক্রমবর্ধমান খারাপ অবস্থার কথা আর একবার মনে করিয়ে দেওয়া হয় কমিশনকে।

করোনা আবহে ভোট দিতে চলেছে সাড়ে সাত কোটি মানুষ

করোনা আবহে ভোট দিতে চলেছে সাড়ে সাত কোটি মানুষ

স্মারকলিপিতে লেখা হয়েছে, "কোভিড-১৯ মহামারী রাজ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। রাজধানী পাটনাতে ইতিমধ্যে ৮৯টি কন্টেইনমেন্ট জোন রয়েছে। পাশাপাশি ১৬ই জুলাই থেকে ১৬টি জেলায় আরও ১৫ দিনের লকডাউন জারি করা হয়েছে।" এদিকে বিহারের মোট জনসংখ্যা বর্তমানে ১৩ কোটির কাছাকাছি। তার মধ্যে এবারে ভোট দিতে চলেছেন প্রায় সাড়ে সাত কোটি মানুষ।

স্মারকলিপি জমা দেয় কোন কোন বিরোধী দল ?

স্মারকলিপি জমা দেয় কোন কোন বিরোধী দল ?

এদিকে এই করোনা সঙ্কটের মাঝে কমিশন কিভাবে এই বিপুল ভোটারদের দু-গজের শারীরিক দূরত্ব বজায় রাখবে সেই বিষয়েও বিস্ময় প্রকাশ করতে দেখা যায় রাষ্ট্রীয় জনতা দল, সিপিআই, সিপিআই(এম) এবং হিন্দুস্তান আওয়াম মোর্চার মতো বিরোধী দল গুলিকে। ভোট পর্ব যাতে করোনা প্রাদুর্ভাবের বড় আধার না হয়ে উঠতে পারে সেই বিষয়ে কমিশনকে সতর্ক করে ভোটারদের পর্যাপ্ত সুরক্ষারও দাবি করে তারা।

সঠিক সময়ে নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে চাপানউতোর চলছিলই

সঠিক সময়ে নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে চাপানউতোর চলছিলই

এদিকে করোনা আবহের মাঝে বিহারে সঠিক সময়ে নির্বাচন সম্ভব কিনা তা নিয়েই গত মাস থেকেই চাপানউতোর চলছিল রাজনৈতিক মহলে। তবে নির্বাচন কমিশনের সম্প্রতি জানিয়েছে অক্টোবর-নভেম্বরে নির্দিষ্ট নির্ঘণ্ট মেনেই হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন। এদিকে চলতি বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৯শে নভেম্বর। এদিকে ইতিমধ্যেই ভোটদানের ক্ষেত্রে বেশ কিছু স্বাস্থ্য বিধিও প্রকাশ করা হয়েছিল কমিশনের তরফে। করোনা সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা হিসাবে ইভিএমে চাপ দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের হাতে ছোট ছোট কাঠের লাঠি দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি বয়স্ক ভোটারদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা।

২১ জুলাই পর্যন্ত পাইলটের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না, জানাল হাইকোর্ট২১ জুলাই পর্যন্ত পাইলটের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না, জানাল হাইকোর্ট

English summary
Opponents warn the election commission about the Corona situation in Bihar before the election by subming a memorandum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X