For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার বিধানসভা নির্বাচন ফল : মহাজোটে বাজিমাত নীতিশের, এনডিএ-র স্বপ্ন বাক্সবন্দিই রয়ে গেল!

Google Oneindia Bengali News

পাটনা, ৮ নভেম্বর : পাঁচ দফার ভোট শেষে আজ বিহার বিধানসভা নির্বাচনের ফলঘোষণা। এনডিএ দাপট নাকি মহাজোটের ম্যাজিক বিহারের চূড়ান্ত ফল কী হবে তা নিয়ে কৌতুহলের ইতি ছিল না। আজ, রবিবার সকাল ৮ টা থেকে বিহার বিধানসভার ২৪৩টি আসনের ভোটগণনা শুরু হয়। সকাল ১১ টার মধ্যেই ছবিটা প্রায় পরিস্কার হতে শুরু করে। মোদী হাওয়া এবার আর ধোপে টিকল না। কোনওমতে ৫০-এ গণ্ডি পেরল এনডিএ। বাজিমাত মহাজোটেক। ১৭০-এর চেয়ে বেশি আসনে এগিয়া বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে লালু-নীতিশের মহাগাঁটবন্ধন। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমারই। [(ছবি) বিহারের বিধানসভা নির্বাচনের ফল : রাজনৈতিক মহলে কে কী বলছেন]

আজকের ভোটগণনা নিয়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। ৩৮ জেলায় ৩৯টি ভোটগণনাকেন্দ্রে ভোট গণনা হবে। মোতায়েন করা হয়েছে ১০০ কোম্পানি নিরাপত্তা বাহিনী। সব গণনাকেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। ইভিএমের সংখ্যা ৬২,৭৮০টি। ১৮-৩০ রাউন্ড গণনা হওয়ার সম্ভাবনা রয়েছে। [বিহার বিধানসভা নির্বাচন ২০১৫ : অসংখ্য ধন্যবাদ নির্বাচন কমিশনকে!]

ইতিমধ্যেই বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি জোট ও মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ৪টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নীতিশের জোট। একটি মাত্র বুথ ফেরত সমীক্ষা রয়েছে এনডিএ-র পক্ষে। আর একটি সমীক্ষায় বলা হয়েছে, কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ফলে সরকার গড়তে নির্ভর করতে হবে অন্যান্যদের উপর।[বুথ ফেরত সমীক্ষায় বিভক্ত বিহার, ৪টিতে সংখ্যাগরিষ্ঠতা লালু-নীতিশের, ১টিতে এনডিএ-র বাজিমাত]

বিহার বিধানসভা নির্বাচন ফল : মহাজোটে বাজিমাত নীতিশের, এনডিএর-এর স্বপ্ন বাক্সবন্দিই রয়ে গেল!

বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনার লাইভ আপডেট দেখুন নিচে:

বিকেল ৪টে ৫০ মিনিট : বিজেপি কোনও দল নয়, বরং একটা মুখোশ। নরেন্দ্র মোদী নামেই প্রধানমন্ত্রী আসলে উনি সংঘের প্রচারক। বিজেপির নজর পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতার উপর ছিল। বিহার তাদের সেই স্বপ্নে ধাক্কা দিল : লালু প্রসাদ যাদব

বিকেল ৪টে ২৬ মিনিট : জাতীয় স্তরে বিহারের রায় গুরুত্বপূর্ণ। বিহারের মানুষ বুঝিয়ে দিল তারা বিকল্প চায়। উন্নয়নের স্বার্থে বিরোধীদের সঙ্গেও কথা বলব। অকজোট হয়ে উন্নয়নের কাজ করব।

বিকেল ৪টে ২৪ মিনিট :

বিকেল ৪টে ১৮ মিনিট : মহাজোট এগিয়ে ১৭৯টি আসনে, এনডিএ এগিয়ে মাত্র ৫৮টি আসনে, ৬টি আসনে এগিয়ে আন্যান্যরা।

বিকেল ৩ টে ৪২ মিনিট : বিহারের মুখ্যমন্ত্রী থাকবে নীতিশকুমারই, জানিয়ে দিলেন লালুপ্রসাদ যাদব।

বিকেল ৩টে ৪০ মিনিট : মোদীর সরকার ফ্যাসিস্ত সরকার ওদের উৎখাত করব : লালুপ্রসাদ যাদব

দুপুর ৩ টে ২৮ মিনিট : যৌথভাবে সাংবাদিক সম্মেলম লালুপ্রসাদ ও নীতিশ কুমারের।

দুপুর ৩টে :

দুপুর ১২ টা ৩৩ মিনিট : নীতিশ-লালুকে অভিনন্দন ইয়েচুরির। এই ফল দীপাবলীর উপহার বললেন সীতারাম ইয়েচুরি।

দুপুর ১২ টা ৭ মিনিট : বিজেপি হেরেছে, ভারত রক্ষা পেল, বললেন ডেরেক ওব্রায়েন।

দুপুর ১২ টা ৩ মিনিট : ১৫৭টি আসনে এগিয়ে মহাজোট, ৭৫টি আসনে এগিয়ে এনডিএ, অন্যান্যরা এগিয়ে ১১ টি আসনে।

দুপুর ১২টা ২ মিনিট : জয়ের জন্য মহাজোটকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ১২ টা ১ মিনিট : নীতিশ কুমারকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকাল ১১টা ১৮ মিনিট : যখন কংগ্রেস হারে তখন তার দায় বর্তায় সোনিয়াজির উপর, একইভাবে বিজেপির এটা স্বীকার করা উচিত বিহারের ফল মোদীজির দায় : সঞ্জয় রাউত (শিবসেনা)

সকাল ১১ টা ১৫ মিনিট : সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুয়ায়ী দল বিশেষে ১০ রাউন্ডের শেষে গণনার হিসাব : আরজেডি ৭৪, জেডিইউ ৬৯, বিজেপি ৬৩, কংগ্রেস ১৫, এলজেপি ৫, আরএলএসপি ৪, এইচএএম ৩, সিপিআই ২, অন্যান্য ৬।

সকাল ১১ টা ১৫ মিনিট :

সকাল ১১ টা ১৪ মিনিট :

সকাল ১১ টা ১২ মিনিট :

সকাল ১১ টা ৯ মিনিট : এই জয় বিহারের স্বাভিমানের জয়। এই জয় খারাপকে হারিয়ে ভালর জয়। আমরা বিহারের মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নীতিশ কুমারের উন্নয়মমূলক কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য। জানালেন সংযুক্ত জনতা দলের প্রবীন নেতা ছোটু সিং।

সকাল ১১ টা ১০ মিনিট :

সকাল ১১ টা :

সকাল ১০ টা ৪৭ মিনিট : পাটনা সাহিব কেন্দ্র থেকে বিজেপির নন্দকিশোর যাদব ২০০০ ভোটে পিছিয়ে।

সকাল ১০ টা ৩৯ মিনিট : সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুয়ায়ী দল বিশেষে গণনার হিসাব : আরজেডি ৬৮, জেডিইউ ৬৭, বিজেপি ৬৫, কংগ্রেস ১৪, এলজেপি ৯, আরএলএসপি ৬, এইচএএম ৩, জেএপি ১, সিপিআই ১।

সকাল ১০ টা ৩৪ মিনিট : গণনার প্রাথমিক ভাগে এনডিএ এগিয়ে থাকলেও ক্রমেই রাশ ধরছে মহাজোট। মহাজোট এগিয়ে ১২৩টি আসনে। এনডিএ এগিয়ে ৯৮টি আসনে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার পথেই মহাজোট।

সকাল ১০ টা ২৯ মিনিট :

সকাল ১০ টা ২১ মিনিট :

সকাল ১০ টা ১৭ মিনিট :

সকাল ১০ টা ৫ মিনিট :

সকাল ১০ টা : মহাজোট এগিয়ে ১০২টি আসনে, এনডিএ এগিয়ে ৮৮টি আসনে

সকাল ৯ টা ৪৫ মিনিট : টাইমস অফ ইন্ডিয়া মহাজোটকে দেখাচ্ছে ১২৬ আসনে এগিয়ে। এনডিএ এগিয়ে রয়েছে ১০২টি আসনে। এএআই মতে নীতিশের মহাজোট এগিয়ে ১১৯টি আসনে।

সকাল ৯ টা ৪৩ মিনিট : বিভিন্ন চ্যানেল ও সংবাদ সম্পর্কিত ওয়েবসাইটে একেক রকমের ভোটের গণনার ফল দেখাচ্ছে। একই সময়ে কোথাও এগিয়ে রাখা হচ্ছে বিজেপিকে, কোথাও এগিয়ে রাখা হচ্ছে মহাজোটকে।

সকাল ৯ টা ২১ মিনিট : বিহারের মানুষ পরিবর্তন চায়। আমরা নিশ্চিতভাবে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতব : রবিশঙ্কর প্রসাদ, বিজেপি।

সকাল ৯ টা ১৯ মিনিট :

সকাল ৯ টা ১৮ মিনিট :

সকাল ৯ টা ১৫ মিনিট : বিহারে এনডিএ ও মহাজোটের হাড্ডাহাড্ডি লড়াই। ৮০টি আসনে এগিয়ে এনডিএ এবং ৬৫টি আসনে এগিয়ে মহাজোট।

সকাল ৯ টা ২ মিনিট : ৬৫ আসনে এগিয়ে বিজেপি জোট এবং ৫১টি আসনে এগিয়ে মহাজোট, অন্যান্য ৫।

সকাল ৮ টা ৫৭ মিনিট : রাঘোপুরে আরজেডির তেজস্বী কুমার এগিয়ে। সাসারামে এগিয়ে আরজেডির অশোক কুমার।

সকাল ৮ টা ৪৯ মিনিট :

সকাল ৮ টা ৪৭ মিনিট : মখদমপুরের পাশাপাশি ইমামগঞ্জেও এগিয়ে রয়েছেন জিতনরাম মঞ্ঝি।

সকাল ৮টা ৪৬ মিনিট : নালন্দা কেন্দ্রে জেডিইউ-র শ্রাবণ কুমার এগিয়ে রয়েছেন। তারাপুর থেকে এগিয়ে রয়েছেন এইচএএম-এর শকুনী চৌধুরী।

সকাল ৮ টা ৪৫ মিনিট: বেগুসরাইয়ের আসন থেকে কংগ্রেসের বিমল কুমার এগিয়ে রয়েছেন।

৮টা ৪২ মিনিট : ২৬টি আসনে এগিয়ে মহাজোট এবং ৪৪টি আসনে এগিয়ে বিজেপি জোট।

সকাল ৮ টা ৩৩ মিনিট : বিহারে মহাজোটের আসল নায়ক নীতিশ কুমার নন, বরং লালু প্রসাদ যাদব : বিজেপি

সকাল ৮ টা ৩২ মিনিট :

সকাল ৮ টা ২৭ মিনিট : ৩৮ টি আসনে এগিয়ে বিজেপি জোট এবং ২১টি আসনে এগিয়ে মহাজোট।

সকাল ৮ টা ২৫ মিনিট : এখনও পর্যন্ত বিজেপি জোট এগিয়ে ৬টি আসনে এবং মহাজোট ৪টি আসনে এগিয়ে রয়েছে।

সকাল ৮ টা ২৩ মিনিট : ভাগলপুর ও তারাপুরে এগিয়ে রয়েছে বিজেপি।

সকাল ৮ টা ২০ মিনিট : মখদমপুর থেকে এগিয়ে রয়েছেন হিন্দুস্তানি আওয়াম মোর্চার-এর জিতনরাম মঞ্ঝি। বিজেপির জোটসঙ্গী মঞ্ঝির এইচএএম।

সকাল ৮ টা ১৫ মিনিট : "কোন দল জিতবে বা জেতা উচিত এই নিয়ে আমার সেভাবে কোনও ইচ্ছা নেই। তবে এটুকু বলতে পারি, যদি এমন কোনও পরিস্থিতি আসে যেখানে আমাকে মুখ্যমন্ত্রী হতে বলা হয়, তাহলে আমি সে প্রস্তাব সানন্দে গ্রহণ করব এবং দায়িত্ব থেকে পিছিয়ে আসব না।" বললেন জিতমরাম মঞ্ঝি।

সকাল ৮ টা ৪ মিনিট :

সকাল ৮ টা : শুরু হল বিহারের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ভোটগণনার দায়িত্বে রয়েছেন ১৪,৫৮০ জন কর্মী।

সকাল ৭ টা ৪২ মিনিট :

সকাল ৭ টা ২৭ মিনিট : "আমরাই জিতছি" ভোটগণনা শুরুর আগেই জানিয়েছে দিলেন আরজেডি-র লালু প্রসাদ যাদব।

সকাল ৭ টা ১৫ মিনিট : ভোটগণনার কেন্দ্রকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

English summary
Bihar Election Results: Counting begins at 8 am, 'we are winning' claim by Lalu Prasad Yadav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X