For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেজস্বীর সামনে মাথা নত নীতীশের! বিহার নির্বাচনের নয়া সমীকরণ ফাঁস চিরাগের

Google Oneindia Bengali News

১০ নভেম্বর বিহার নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই তেজস্বী যাদবের কাছে মাথা ঝোঁকাবেন নীতীশ কুমার। রাজনৈতিক উত্তাপ চড়িয়ে এভাবেই জেডিইউ প্রধানকে আক্রমণ শানালেন এলজেপি প্রধান তথা সাংসদ চিরাগ পাসোয়ান। শুধু তাই নয়, বিগত দিনে নীতীশের মোদী বিরোধিতার কথা মনে করিয়ে দিয়েও বিহারের মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন তেজস্বী।

চিরাগ পাসোয়ান যা বলেন

চিরাগ পাসোয়ান যা বলেন

এদিন চিরাগ পাসোয়ান বলেন, 'আগে তো আপনি প্রধানমন্ত্রী মোদীর নামে কুৎসা রটাতে গিয়ে কখনওই ক্লান্ত হতেন না। কিন্তু যখন নিজের গদি বাঁচাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে হচ্ছে, তখন আপনি প্রধানমন্ত্রীর সামনে মাথা নত করতে পিছ পা হন না। এটাই আপনার লোভের প্রমাণ। ক্ষমতার লোভএ আপনি সব করতে পারেন। এবং নির্বাচনের পর আপনি তেজস্বীর সামনে মাথা নত করবেন।'

নীতীশ কুমার তাঁর পদ বাঁচাতে প্রধানমন্ত্রীর পিছনে দৌড়়ে চলেছেন

নীতীশ কুমার তাঁর পদ বাঁচাতে প্রধানমন্ত্রীর পিছনে দৌড়়ে চলেছেন

বিহারে ইতিমধ্যেই দু'দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়ে গিয়েছে৷ ৭ নভেম্বর তৃতীয় দফার নির্বাচন হবে। তার আগে বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করলেন লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসোয়ান৷ এর আগে টুইটে নীতীশ কুমারকে উল্লেখ করে চিরাগ লেখেন, নীতীশ কুমার তাঁর পদ বাঁচাতে প্রধানমন্ত্রীর পিছনে দৌড়়ে চলেছেন৷

বিহারের উন্নয়নের চাকা থেমে যাওয়ার পিছনে নরেন্দ্র মোদী দায়ী

বিহারের উন্নয়নের চাকা থেমে যাওয়ার পিছনে নরেন্দ্র মোদী দায়ী

শেষ দফার ভোটের আগে নীতীশ কুমারকে চাপে ফেলে চিরাগ পাসোয়ান বলেন, নিজের মুখ্য়মন্ত্রিত্ব বাঁচাতে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করতে, তাঁর পিছনে দৌড়ে চলেছেন নীতীশ কুমার৷ ২০১৪ সালে নীতীশ কুমার নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছিলেন৷ যা মনে করিয়ে দিয়ে চিরাগ বলেন, মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন, বিহারের উন্নয়নের চাকা থেমে যাওয়ার পিছনে নরেন্দ্র মোদী দায়ী৷

করোনা ভাইরাস, বন্যা, কর্মসংস্থান নিয়ে নীতীশকে তোপ

করোনা ভাইরাস, বন্যা, কর্মসংস্থান নিয়ে নীতীশকে তোপ

চিরাগ আরও বলেন, আজকে নীতীশ প্রধানমন্ত্রীর সুনজরে আসার চেষ্টা করছেন৷ এখানেই থামনেনি চিরাগ পাসোয়ান৷ তিনি বলেন, নীতীশ কুমার নিজেকে বিহারের প্রধান হিসেবে মনে করেন৷ পাশাপাশি করোনা ভাইরাস, বন্যা, কর্মসংস্থান ও কৃষির মতো সমস্য়াগুলি নিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার কেন চুপ সেই প্রশ্নও তোলেন লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসোয়ান৷

<strong>মার্কিন মুলুকে জয় ঘোষণা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের</strong>মার্কিন মুলুকে জয় ঘোষণা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের

English summary
Bihar Election, Chirag Paswan claims, after election Nitish Kumar will bow down to Tejashwi Yadav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X