For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার রাজনীতির মোড় ঘোরাতে প্রশান্তের নয়া চাল! কেনপথে 'চাণক্য'র পরবর্তী পদক্ষেপ

বিহার রাজনীতির মোড় ঘোরাতে প্রশান্তের নয়া চাল! কেনপথে 'চাণক্য'র পরবর্তী পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

বিহার রাজনীতির পারদ এই মুহূর্তে তুঙ্গে রয়েছে আসন্ন বিহার বিধানসভা ভোটকে ঘিরে। আর এমন উত্তপ্ত পরিস্থিতিতেই জেডিইউ থেকে সদ্য ছাঁটাই হয়েছেন প্রশান্ত কিশোর। আর এরপরই তিনি রাজনীতিতে কোনদিকে পদক্ষেপ নিতে চাইছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই 'বাত বিহার কী' নামের একটি প্রচারপর্ব শুরুর কথা জানিয়েছেন প্রশান্ত কিশোর। এবার বিজেপি বিরোধী কোন কোন পদক্ষেপ তিনি নিতে চলেছেন , তা নিয়ে রয়েছে জল্পনা।

 প্রশান্ত কিশোর কাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন?

প্রশান্ত কিশোর কাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন?

তাহলে কি নতুন দল বিহার নির্বাচনের আগেই গড়বেন প্রশান্ত কিশোর? এমন জল্পনা ক্রমাগত বাড়ছে। আর জল্পনা উস্কে এবার প্রশান্ত কিশোর হিন্দুস্তনি আওয়াম মোর্চা নেতা জিতন রাম মাঞ্ঝির সঙ্গে দেখা করেন। ২০০৫ সালে তিনি জেডিইউতে যোগ দেন। এবং পরবর্তীকালে তিনি সেই পার্টি ছেড়ে দেন। এছাড়াএ কিশোর দেখা করেন আরএলএসপির উপেন্দ্র কুশওয়াহার সঙ্গে। যিনি বিহারে বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারে ২০১৮ পর্যন্ত ছিলেন। তবে পরবর্তীকালে তিনিও বেরিয়ে এসে আরএলএসপি তৈরি করেন।

বিহারের পরিবর্তন ও কিশোর ফ্যাক্টর

বিহারের পরিবর্তন ও কিশোর ফ্যাক্টর

যাবতীয় রাজনৈতিক জল্পনা খানিকটা প্রশমিত করে প্রশান্ত কিশোর জানিয়েছেন যে বিহারের পরিবর্তন আনতে তিন বদ্ধ পরিকর। আর তার লক্ষ্যেই তিনি প্রচার পর্ব শুরু করতে চলেন বিহারে। 'বাত বিহার কি' নামের প্রচার যে নীতীশ বিরোধী হবেই তা বলাই বাহুল্য। তবে এই প্রচারের পর্ব খানিক পিছিয়ে কেন দুই তাবড় বিহারী নেতার সঙ্গে প্রশান্ত কিশোর দেখা করেছেন, তা নিয়ে জল্পনা চলছে।

 নীতীশ বিরোধী শক্তি জোরদার করতে তৎপরতা

নীতীশ বিরোধী শক্তি জোরদার করতে তৎপরতা

মূলত , আরএলএসপি নেতা উপেন্দ্র কুশওয়াহার সঙ্গে যে কিশোরের দেখা হয়েছে তা আরএলএসপি শিবির নিশ্চিত করেছে। এদিকে, নীতীশ বিরোধিতার ব্রতী এই আরএলএসপি কিশোরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতেই বিহারের জন অধিকার পার্টির তরফে পাপু যাদবও প্রশান্ত কিশোরের স্তূতিতে মশগুল হয়ে পড়েছেন।

নীতীশ বিরোধিতা ও জেডিইউয়ের পদক্ষেপ

নীতীশ বিরোধিতা ও জেডিইউয়ের পদক্ষেপ

নীতীশ বিরোধী শিবির গড়তে পাপ্পু যাদবরা যে প্রশান্ত কিশোরকে পাশে চান তাও স্পষ্ট করেছেন পার্টির সদস্যরা। ফলে বিহার নির্বাচনে আপাতত নীতীশ বিরোধী মঞ্চ গড়তেই বেশি বদ্ধপরিকর প্রশান্ত শিবির। এদিকে, নীতীশ কুমারের জেডিইউতে সাফ বার্তা দেওয়া হয়েছে যে , কোনএ মতেই প্রশান্ত কিশোরকে বেশি পাত্তা দেওয়া যাবে না। তবে তা সত্তেও দলের এক নেতা প্রচার মঞ্চে সুর তুলেছিলেন, 'কৌন হ্যায় ইয়ে প্রশান্ত কিশোর?..' যারপর রাজনৈতিক বিশেষজ্ঞমহলের দাবি, প্রশ্নান্ত কিশোরকে বিহার নির্বাচনে জেডিইউ-বিজেপি পাত্তা না দিলেও 'এড়িয়ে' যেতে পারেবে না।

English summary
Prashant Kishor meets oppn leaders in Bihar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X