For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিযোগের বদলে বিয়ের ৪৪,০০০ প্রস্তাব পেলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব

খারাপ রাস্তা, সরকারি আধিকারিকদের দুর্ব্যবহার নিয়ে অভিযোগ পেতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন পাটনার উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তবে সেই নম্বরে ৪৪,০০০ বিয়ের প্রস্তাব পেয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পাটনা, ২১ অক্টোবর : খারাপ রাস্তা, সরকারি আধিকারিকদের দুর্ব্যবহার নিয়ে অভিযোগ পেতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন পাটনার উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তবে সেই নম্বরে অবশ্য অভিযোগের চেয়ে বিয়ের প্রস্তাবই বেশি পাচ্ছেন বিহারের এই এলিজেবল ব্যাচেলার মন্ত্রী। [স্ত্রীকে ছেড়ে 'প্রেমে পাগল' শাশুড়িকে বিয়ে করল এক যুবক]

এখনও পর্যন্ত মোট ৪৪,০০০ বিয়ের প্রস্তাব পেয়েছেন তেজস্বী। প্রিয়া, অরুণা, কল্পনা, বিমলা, সুনীলা, মণীষা, দেবিকা, মোনালিসা কেউ বাদ নেই। [(ছবি) এই ৫ ক্রিকেটার নিজের আত্মীয়কে বা বন্ধুর স্ত্রীকে বিয়ে করেছেন!]

অভিযোগের বদলে ৪৪,০০০ বিয়ের প্রস্তাব পেলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব

এক সরকারি আধিকারিকের কথায়, "অভিযোগ জানানোর নম্বরে এখনও পর্যন্ত ৪৭,০০০ মেসেজ জমা পড়েছে। যার মধ্যে প্রায় ৪৪,০০০ মেসেজই তেজস্বী যাদবকে মহিলাদের বিয়ের প্রস্তাব। মাত্র ৩,০০০ মেসেজ খারাপ রাস্তার অভিযোগ জানিয়ে।" [(ছবি) বিয়ের পিঁড়িতে বাবুল সুপ্রিয়, অভিনন্দন জানাতে হাজির প্রধানমন্ত্রী]

২৬ বছরের তেজস্বী কুমার রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব ও বাবড়ি দেবীর কনিষ্ঠ পুত্র। অধিকাংশ মহিলারাই নিজের শরীরের গড়ন, ত্বকের রং, উচ্চতা প্রভৃতি এই নম্বরে পাঠাচ্ছে। অনেকে আবার নাকি তেজস্বী যাদবের ব্যক্তিগত ফোননম্বর ভেবে ব্যক্তিগত মেসেজও নাকি পাঠাচ্ছেন।

বিষয়টি হাল্কা হলেও উপভোগ করছেন তেজস্বী। তাঁর কথায়, "ভাগ্যিস আমি অবিবাহিত। নয়তো যে ধরনের সব মেসেজ আসছে তাতে বিয়ে ভাঙার উপক্রম হত আর কি।" [পাত্রীর পোষা সারমেয় পছন্দ নয় পাত্রের, হোয়াটসঅ্যাপে বিয়ে বাতিল তরুণীর]

তবে, দেখেশুনে অ্যারেঞ্জ ম্য়ারেজই করতে চান একথা নিজেই জানিয়েছেন তেজস্বী। আর দেখে কে এবার যে বিয়ের প্রস্তাবের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে তা নিয়ে কোনও সন্দেহই নেই।

English summary
Bihar deputy CM Tejaswi Yadav gets 44,000 marriage proposals on WhatsApp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X