For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার: মিড ডে মিলে মরা টিকটিকি, খাবার খেয়ে অসুস্থ ২৫ জন ছাত্রছাত্রী

Google Oneindia Bengali News

বিহার: মিড ডে মিলে মরা টিকটিকি, খাবার খেয়ে অসুস্থ ২৫ জন ছাত্রছাত্রী
পাটনা, ১২ জুলাই: বিহারের মহারাজগঞ্জ ব্লকের সোনারবা মিডল স্কুলের টিফিনের ঘন্টা বাজতেই মুখে হাসি ফোটে ছাত্রছাত্রীদের মুখে। পেটপুরে খাবার মিলবে এবেলা। শুক্রবারও একই উচ্ছ্বাসে মিড ডে মিলের খাবার খেয়েছিল তার। কিন্তু কিছুক্ষণের মধ্যে স্কুলের চিত্রটাই পাল্টে গেল। একে একে অসুস্থ হতে শুরু করল ছাত্রছাত্রীরা। ২৫ জন ছাত্রছাত্রীকে শেষমেশ হাসপাতালে ভর্তি করতে হল।

সূত্রের খবর অনুযায়ী, ওই স্কুলের মিড ডে মিলের মরা টিকটিকি পাওয়া গিয়েছে। ওই খাবার খাওয়াতেই অসুস্থ হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। অসুস্থ ছাত্রছাত্রীদের সিওয়ানে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এই স্কুলের ২৫ জন ছাত্র একসঙ্গে অসুস্থ হয়ে যাওয়ার খবর পেতেই জেলা কর্তৃপক্ষ মিড জে মিলের খাবারের নমুনা সংগ্রহ করে কা পরীক্ষার জন্য পাঠান। স্কুলের প্রধান শিক্ষককে জেরা করতেই তিনি বলেন, খাবারে মরা টিকটিকি ছিল বলে ছাত্ররা অভিযোগ তুলেছিল।

সিওয়ানের জেলাসাসক সঞ্জয়কুমার সিং অবশ্য জানিয়েছেন, মিড ডে মিলে মরা টিকটিকির ঘটনা সত্যিও হতে পারে আবার নাও হতে পারে। এই ঘটনায় আধিকারিকদের হস্তক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পর যত তাড়াতাড়ি সম্ভব জেলা আধিকারিকরা রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে অসুস্থ ছাত্রছাত্রীদের শরীরে বিষের উপস্থিতি পাওয়া যায়নি বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

এই প্রথমবার নয় যখন বিহারে মিড ডে মিল খাওয়ার পরেই ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। গত সপ্তাহেও সীতামারীর জেলায় বিহারের একটি স্কুলে ৫৪ জন ছাত্রছাত্রীর অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। মিড ডে মিলের মধ্যে তখন মরা সাপ ছিল বলে জানা গিয়েছিল। এছাড়াও বহুবার মিড ডে মিলের মধ্যে টিকটিকি, ব্যাঙ,পোকামাকড় থাকার খবর পাওয়া গিয়েছে। গত বছর, বিহারের সারনে ধর্মাসতী গন্দামন গ্রামে বিষাক্ত মিড ডে মিল খেয়ে ২৩ জন ছাত্রছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

উল্লেখ্য, বিহারে বর্তমানে ৭২০০০ স্কুল রয়েছে, যেখানে ১.৬ কোটি ছাত্রছাত্রী মিড মিলের আওতায় পড়ে।

English summary
Bihar: Dead lizard found in mid-day meal, 25 children ill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X